রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
সবুজসাথী প্রকল্পের সাইকেল পাচ্ছে না স্কুলের ছাত্রীরা।বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন কিছু ছাত্রী প্রয়োজনীয় পদ্ধতি সময়মত না মানায় পাইনি সাইকেল।ছাত্রীরা সাইকেল চেয়ে স্থানীয় বিডিওর কাছে লিখিত আবেদন করছে কিন্তু,ঘটনা হল কান্দি মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রায় দুই শতাধিক ছাত্রী তাদের প্রাপ্য সবুজসাথী প্রকল্পের সাইকেল পায় নি।
আর এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে শিক্ষার্থী থেকে অভিভাবকদের।
স্কুলের প্রশাসনিক প্রধান গোবিন্দ রায় জানান যে,তিনি সমগ্র বিষয়টি খোঁজ নিয়ে দেখে ছাত্রীরা যাতে শীঘ্রই সাইকেল পায় তার জন্য ব্যবস্থা গ্রহন করবেন।অপরদিকে প্রধান শিক্ষিকা বুলবুল রায় জানান যে,সাইকেল না পাওয়ার জন্য দশম শ্রেণীর কিছু ছাত্রীই দায়ী।তারা প্রয়োজনীয় নথি সঠিক সময়ে জমা না দেওয়ার জন্যই এই সমস্যা সৃষ্টি হয়েছে।ব্লক প্রশাসন কিছু সাইকেল দিতে রাজি হলেও প্রধান শিক্ষিকা তা নিতে অস্বীকার করেন।সমস্ত সাইকেল এক সাথে পেলে তবেই নেবেন বলে জানান,তবে এই সমস্যা শীঘ্রই কাটিয়ে উঠে সকলকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
কিন্তু আশ্বাসে আশ্বস্ত হন নি অভিভাবকরা।কান্দির বিধায়ক তথা পুর প্রধান অপূর্ব সরকারও বিষয়টি নিয়ে ওয়াকিবহাল বলে জানান এবং তিনি এই সমস্যার সমাধানের জন্য বহুবার অনুরোধ করলেও সমস্যা যে তিমিরে ছিল সেখানেই আছে।তাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদনের অঙ্গীকার করেন তিনি। যাই হোক শিয়রে মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজও সবুজ সাথীর সাইকেল হাতে পেল না ছাত্রীরা।প্রশাসনিক নিয়ম মেনে কবে সাইকেল হাতে পায় সাইকেল এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ তথ্য জানার অধিকারের আবেদনে সাড়া না দেওয়ার অপরাধে জরিমানা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584