চাকরির দাবিতে সরব ছাত্র পরিষদ

0
97

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পালন না করায় এবার ‘চাকরি দাও না হলে ডিগ্রি ফিরিয়ে নাও’ এই কর্মসূচিতে সরব হল ছাত্র পরিষদ।আজ বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে ছাত্র পরিষদের দ্বারা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন ছাত্রপরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।

student council | newsfront.co
নিজস্ব চিত্র

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জানান, তাদের দলের কেন্দ্রীয় সভাপতি নিরজ সুন্দর গত ৩০ জানুয়ারি ” নোকরি দো ইয়া ডিগ্রি ওয়াপস লো ” নামে একটি ক্যাম্পেন চালু করেছেন। অর্থাৎ চাকরি দাও নতুবা ডিগ্রি ফেরত নাও। রাজ্য সভাপতি আরও জানান, দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বলে ছিলেন তিনি ২ কোটি বেকারকে চাকরি দেবেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও কথা দিয়েছিলেন তিনি বেকারদের চাকরি দেবেন।

আরও পড়ুনঃ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

কিন্তু দুজনেই কোন কথা রাখেননি। পাশাপাশি এই রাজ্যে আবার যদিও বেকারদের চাকরি হয় তাও প্রচুর টাকার বিনিময়ে। তার সাথে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার নামে একেকবার একেক রকম মিথ্যে সংখ্যাতত্ব দিচ্ছেন। অথচ বাস্তবে তার মিল খুঁজে পাওয়া ভার। এসব বেকারদের সাথে চরম রসিকতা ছাড়া আর কিছু নয়। সে কারণেই দেশের পাশাপাশি ছাত্রপরিষদের পক্ষ থেকে এই রাজ্যেও নোকরী দো ইয়া ডিগ্রি ওয়াপাস লো ক্যাম্পেন শুরু করেছি।

কেননা নিজেরা উপার্জনশীল হওয়ার জন্য চাকরির দিকে লক্ষ্য রেখে যে সময় ও পরিশ্রম ও অর্থ ব্যয় করে পড়াশোনা করে তাদের কষ্টার্জিত ডিগ্রি উপার্জন করে থাকেন। তার উচিত যোগ্য চাকরি না পেলে তাদের কষ্টার্জিত ডিগ্রির কোন দাম থাকেনা। সে কারণে তাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী ও আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই ক্যাম্পেন কর্মসূচি রূপায়নের ডাক দিয়েছি, বলে সৌরভ বাবু জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here