মালদা,২১ মার্চঃ সাপের কামরে আশঙ্কাজনক এক নবম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত বিষধর সাপকে বস্তাবন্দী করে হাসপাতালে নিয়ে গেল পরিজনেরা। মঙ্গলবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। আশঙ্কাজনক অবস্থায় সাপে কাটা রোগীর চিকিৎসা চলছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, সাপে কাটা রোগীর নাম, বিক্রম সরকার(১৫)। তার বাড়ি ইংরেজ বাজারের কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের জ্যোত আড়াপুর এলাকায়। সে স্থানীয় একটি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করে। মঙ্গলবার রাতে বাড়ির বারান্দায় ঘোরাঘুরি করার সময় একটি সাপ কামর দেয় ওই ছাত্রের পায়ে। চিৎকার শুনে পরিবারের লোকেরা ছাত্রকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। তার পাশাপাশি অভিযুক্ত সাপটিকেও ধরে হাসপাতালে নিয়ে যায় পরিজনেরা। এই ঘটনাতেই ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে। পরে অবশ্য সাপটিকে জঙ্গলে ছেড়ে দেয় পরিজনেরা। তারা জানিয়েছেন,বিপদমুক্ত রয়েছে ছাত্রটিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584