পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী দান ছাত্র সংগঠনের

0
40

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ন্যাশনাল হাইওয়ের চৌরঙ্গির কাছে প্রত্যেকদিন বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা এসে হাজির হচ্ছেন।

student union | newsfront.co
নিজস্ব চিত্র

কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে,বাসে গাদাগাদি করে অসহায়, অভুক্ত, পরিশ্রান্ত অবস্থায় ফিরছেন নিজের গন্তব্যস্থলে। এই পরিস্থিতিতে এসব পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ছাত্র সংগঠন এ আই ডি এস ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে গত কয়েক দিন ধরে সাধ্যমতো কিছু খাদ্য সামগ্রী এবং জলের ব্যবস্থা করা হয়েছে।

এখনও পর্যন্ত ৫০০-এর বেশি অসহায় পরিযায়ী শ্রমিকদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে দেওয়া হচ্ছে চিড়া, পাউরুটি, দুটি কলা, ডিম, ও আর এস, জলের বোতল।

আরও পড়ুনঃ স্যানিটাইজ করা হল বহরমপুর পুরসভা

কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই এই অসহায় মানুষদের সম্পর্কে চরম উদাসীন বলে মনে করছে এই ছাত্র সংগঠন। ডি এস ওর পক্ষ থেকে এই পরিযায়ী শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করা সহ তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উভয় সরকারের কাছে বারে দাবি জানানো হয়েছে।

কিন্তু সরকার তেমন ব্যবস্থা নিচ্ছে না বলেই তাদের অভিযোগ। এমতাবস্থায় ছাত্র সংগঠন ডি এস ওর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষদের এই উদ্যোগে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here