কৃষি বিলের প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র পরিষদের

0
73

মনিরুল হক, কোচবিহারঃ

কৃষি বিলের প্রতিবাদে কোচবিহারে আন্দোলন অব্যাহত। আজ কোচবিহার শহরের হরিশ পাল মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। ওই বিক্ষোভ আন্দোলনে প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ ও কৃষক বিলের কপি পুড়িয়ে দেন আন্দোলনকারীরা।

student union | newsfront.co
নিজস্ব চিত্র

ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ছাত্র পরিষদ সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী ও সহ সভাপতি শিবা সরকার, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি তন্ময় বর্মণ, জেলা মাইনোরিটি সেলের চেয়ারম্যান মীর মোশারফ হুসেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা।

members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কৃষি বিলের প্রতিবাদে পিংলায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের

গতকাল গোটা দেশের সাথে কোচবিহারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের দাবি, কৃষকদের বড়ো বড়ো কোম্পানির গোলামে পরিণত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার অগণতান্ত্রিক ভাবে সংসদের দুই কক্ষে ওই বিল পাশ করিয়ে নিয়েছে। ওই বিল প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ধর্ম পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার মীর, কবিতায় জবাব শিল্পীর

ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। আগামী বছর এরাজ্যেও নির্বাচন হতে চলেছে। তার আগে কেন্দ্রের বিজেপি সরকারের আনা ওই কৃষি বিলের বিরুদ্ধে বিরোধীরা ব্যাপক ভাবে সোচ্চার হবে বলেই রাজনৈতিক মহলের ধারনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here