দিনহাটায় পৌর-ছাত্র-যুব উৎসবের শুভ সূচনা

0
77

মনিরুল হক,কোচবিহারঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পৌর এলাকা থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে দুদিন ব্যাপী পৌর-ছাত্র-যুব উৎসব শুরু হল দিনহাটায়।শনিবার দিনহাটা পৌরসভার আপন ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী পৌর-ছাত্র-যুব উৎসবের শুভ সুচনা হয়।

student youth festival 2
নিজস্ব চিত্র

এই উৎসবের শুভ সুচনা করেন দিনহাটার বিধায়ক তথা রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মন্ত্রী প্রতিনিধি অজয় রায়, প্রসেনজিৎ ভৌমিক,দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী,বিশিষ্ট সমাজ সেবী পার্থ নাথ সরকার,বিশ্বনাথ দে আমিন,বাদল সরকার,বিশু ধর সহ আরও অনেকে।

student youth festival
প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা। নিজস্ব চিত্র

এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে দুদিন ব্যাপী পৌর ছাত্র যুব উৎসবের শুভ সুচনা করে বিধায়ক উদয়ন গুহ।এদিনের এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রতিনিধি অজয় রায়,প্রসেনজিৎ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে পৌর-ছাত্র-যুব উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত বছরও দিনহাটা থেকে অঙ্কন ও লোক সঙ্গীতের বিভাগে দিনহাটা রাজ্যের সেরা স্থান অর্জন করেছিল এবারও তার কোনও রকম ব্যাতিক্রম হবে না বলে তাঁরা জানান।এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন,”সুস্থ সংস্কৃতি ও সুস্থ সমাজ গড়ে তুলতে এই উৎসব আমাদেরকে সাহায্য করবে।শুধু দিনহাটা বলে নয় সারা রাজ্যেই এই উৎসব হচ্ছে।এই উৎসব আগামী দিনে যেমন পর্দার আড়ালে থাকা প্রতিভা গুলোকে সামনের সারিতে নিয়ে আসবে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা লাভ করবে তাঁরা এখান থেকে জেলায় অংশগ্রহণ করবার সুযোগ পাবে,সেখানে সফলতা পেলে রাজ্যে অংশগ্রহণ করবার সুযোগ পাবে।রাজ্যে ভালো স্থান করলে শুধু আমাদের জেলা তেই নয় সারা রাজ্যে দিনহাটার নাম উজ্জ্বল হবে”
এদিকে পৌর ছাত্র যুব উৎসব কমিটি সুত্রে জানা গেছে, নাচ,গান, অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও সংবাদপাঠের প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।উদ্যোক্তারা জানান, সব কয়েকটি বিভাগ মিলিয়ে মোট ৫৫০ প্রতিযোগী অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ মালদহ জেলায় আইন মেলার উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here