নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছে পড়ুয়ারা৷ স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা চলবে না—এমনই দাবি নিয়ে পথে নামলেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।
আরও পড়ুনঃ রাস্তার দাবিতে বিরোধীশূন্য পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো তৃণমূলই
মঙ্গলবার এই ইস্যুতে ফালাকাটা-বীরপাড়া ৩১ নম্বর জাতীয় সড়কে জটেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকা অবরোধ করে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে পথ অবরোধ করে।
সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের গৃহশিক্ষকতার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সরকারি ওই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে সামিল পড়ুয়ারা। এদিন প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584