নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্চ মাধ্যমিকে পাস করানোর দাবিতে দিনভর চলছে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর দাবিতে স্কুলে তালা দিয়ে শিক্ষকদের আটকে চেয়ার টেবিল ভাঙ্গচুর করল ছাত্র ছাত্রীরা। আজ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর হাইস্কুলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল প্রাঙ্গনে।
জানাযায়, সোমবার উচ্চমাধ্যমিকের মার্কশিট বিতরন করার দিন ছিল স্কুল কর্তৃপক্ষের। সেইমত কিছু শিক্ষক স্কুলে এলেই একসাথে জড়ো হয় উচ্চমাধ্যমিকের ছাত্র ছাত্রীরা। নম্বর কম দেখেই প্রতিবাদে স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা।
তার ওপর রায়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহনলাল সেখ এদিন স্কুলে অনুপস্থিত থাকায় তাতে আরও ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রথমে স্কুল গেটে তালা দেয় পরে অফিস ঘরে তালা মেরে শুরু করে বিক্ষোভ। দ্বিতল থেকে বসার বেঞ্চ ফেলে ভাঙ্গচুর চালায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। প্রধান শিক্ষক কলকাতায় চিকিৎসার কাজে থাকায় তার সাথে ফোনে কথা বলে পুলিশ।
আরও পড়ুনঃ ঘরের দাবিতে রাস্তা অবরোধ, ধুন্ধুমার বেলডাঙ্গায়
এরপর কোনোভাবে বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এর পাশাপাশি তাদের আশ্বাস দেওয়া হয় আগামী ২৯ তারিখ মার্কশিট ঠিক করা হবে। একথা জানানো হলে তারা বিক্ষোভ বন্ধ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584