সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকারের ঘোষিত ট্যাবের টাকা প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীরা পেলেও ইসলামপুরের “পমাইপুর হাই মাদ্রাসা” -র ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত ট্যাবের টাকা না পাওয়ায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
পড়ুয়াদের দাবি, ট্যাবের টকার ব্যাপারে শিক্ষকদের বারবার জানানো হলেও কোনো আশ্বাস মেলেনি তাদের। অতঃপর কিছু ছাত্র মিলে টিচার ইন চার্জকে সাথে নিয়ে কলকাতা হেড অফিসে যাওয়া হয়। এরপর তারা জানতে পারে তাদের নাম নাকি বাংলার শিক্ষা পোর্টালে এখনও ইলেভেন ক্লাসেই রয়ে গেছে যার ফলে তাদের টাকা ঢোকেনি।
এরপর টিচার ইন চার্জ তাদের আশ্বাস দেয়, কিছুদিনের মধ্যেই জানুয়ারির ১০ তারিখের আগেই ঢুকে যাবে ট্যাবের টাকা। কিন্তু ১০ তারিখ পার হয়ে গেলো, কোনো টাকা না ঢোকায় পড়ুয়ারা স্কুলের গেটে তালা মেরে এবং প্রাক্তন টিচার ইন চার্জকে ঘরে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
আরও পড়ুনঃ আদালতের পরামর্শ মেনে অপসারিত শুভঙ্কর সরকার, SSC-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
পরে টিচার ইন চার্জ জানান, আমি বারবার SI অফিসে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তারা আমাকে জানাচ্ছেন আমার স্কুলের ছেলেদের লিস্টটা নাকি প্রসেসিংয়ে আছে। তিনি আরও জানান, “আমরা প্রসেসিংয়ের শিকার। প্রসেসিংয়ের নামে আমাদের বোকা বানানো হচ্ছে। তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব পড়ুয়াদের ট্যাবের টাকা পাইয়ে দেওয়ার।
আরও পড়ুনঃ “নির্দেশ কার?” মুখ্য সচিব ও ডিজি-র কাছে কৈফিয়ত তলব রাজ্যপাল জগদীপ ধনখড়ের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584