গ্রামবাসীদের জঙ্গলে আগুন না লাগানোর পরামর্শ কলেজ পড়ুয়া-অধ্যাপকদের

0
68

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

জঙ্গলে আগুন লাগাবেন না, গ্রামবাসীদের বোঝালেন কলেজ পড়ুয়া থেকে অধ্যাপকরা। কলেজ পড়ুয়ারা ফিল্ড সার্ভে গিয়ে এহেন সচেতনতা বার্তাই দিলেন গ্রামবাসীদের।

save plant | newsfront.co
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের সেবাভারতী মহাবিদ্যালয়ের পড়ুয়ারা কুশবনি জঙ্গল লাগোয়া কপাটকাটা গ্রামে সচেতনতা প্রচার চালান। গ্রামের বাসিন্দাদের পড়ুয়ারা বোঝালেন জঙ্গলে গাছ, পশুপাখি থেকে শুরু করে নানা কীটপতঙ্গের প্রয়োজনীতা।

save trees | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এগরা রামকৃষ্ণ মিলন মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উদ্বোধনে শিশির অধিকারী

কলেজের ভূগোল বিভাগের দুই অধ্যাপক প্রণব সাহু, কিশোর দণ্ডপাটরা পড়ুয়াদের সঙ্গে গ্রামে গিয়েছিলেন।

ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব সাহু বলেন, ‘এই সময় শালপাতা ঝরতে থাকে। অনেক সময় দেখা যায় ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ভাবে মানুষজন সেই শুকনো পাতায় আগুন লাগিয়ে দেন। ফলে জঙ্গলের মধ্যে থাকা বাস্তুতন্ত্রের ব্যাপক পরিমানে ক্ষতি হয়। আগুন লাগানো কেন উচিত নয় সে বিষয়ে পড়ুয়ারা গ্রামগুলিতে সচেতনতা প্রচার করে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here