শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকারের উদ্যোগে রাজস্থানে আটকে পড়া ৫৮ জন ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হল দক্ষিণ দিনাজপুর জেলায়। রাজস্থানের কোটা থেকে জেলার বিভিন্ন ব্লকের মোট ৫৮ জন ছাত্রছাত্রীকে এই দিন বাড়ি ফিরিয়ে আনা হল। করোনা পরিস্থিতিতে জারি লকডাউনের জেরে অন্য রাজ্যে পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছিল এই ছাত্রছাত্রীরা।
প্রথমে রাজস্থানের কোটা থেকে শিলিগুড়ি এন বি এস টি সি বাস ডিপো ও সেখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়ে আসা হয় আটকে পড়া ছাত্র ছাত্রীদের।এদিন সকালে কুসমন্ডি ব্লকে বাস এসে পৌঁছালে কুসমন্ডি ব্লকের বি এম ও এইচ-এর তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের স্ক্রিনিং করা হয়।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতনতা প্রচারে গ্রামের যুবক
তাঁদেরকে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নোটিশ দেওয়া হয় প্রশাসনের তরফে।অন্য রাজ্য থেকে দীর্ঘ দিন বাদে বাড়ি ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584