আসন বাড়িয়ে ভর্তির দাবীতে ছাত্রদের বিক্ষোভ

0
57

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার বিটি অ্যান্ড ইভনিং কলেজে অবস্থান বিক্ষোভ করল ছাত্রছাত্রীরা। আজ কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্রছাত্রীদের একাংশ। ছাত্রছাত্রীরা জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কিন্তু এখনও প্রায় ২০০-২৫০ জন ছাত্রছাত্রী আছে যারা ভর্তি হতে পারেনি। এসব ছাত্রছাত্রীরা কেবল মাত্র এই কলেজেই আবেদন করেছিল।এমন অবস্থায় তারা ভর্তি না হতে পারলে,তাদের ভবিষ্যৎ অন্ধকার।তাই তাদের দাবি,কলেজের আসন সংখ্যা বাড়ানোর জন্য কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করুক। এই কলেজে যদি সম্ভব না হয়, তাহলে অন্যান্য কলেজে এই সব ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করুক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।এদিন এই দাবিতে প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্রছাত্রীরা।এর পাশাপাশি এদিন ছাত্রছাত্রীরা কোচবিহারের জেলা শাসকের কাছেও এই দাবিতে ডেপুটেশন দেয়।

ছাত্রদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

এদিন অবস্থান বিক্ষোভে অংশ গ্রহণকারী কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র বলেন, “এখনও ২০০-২৫০ ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি। তারা কেবল এই কলেজে আবেদন করেছে। তাই তাদের ভর্তির জন্য কলেজের সিট বাড়ানোর দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা জেলাশাসকের কাছেও ডেপুটেশন দিব। এই সব ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করতে কলেজ কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে দ্রুত ব্যবস্থা নেয়।তা না হলে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।”
কলেজের প্রিন্সিপাল ডঃ সুভাষ চন্দ্র জানান, “উপাচার্যের সবুজ সংকেত ছাড়া নির্দিষ্ট আসনের বাইরে একটি ভর্তিও কলেজ কর্তৃপক্ষ নেয় নি, নিবেও না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এর আগে যে সব ডেপুটেশন দেওয়া হয়েছে সবটাই উপাচার্যকে জানিয়েছি। তিনি বলেছেন ২০ তারিখ পর্যন্ত ভর্তির সময় আছে, দেখা যাক। কিন্তু আমাকে ভর্তি নিতে বলেননি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here