নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় স্বশাসিত মর্যাদা পেয়েছে।আর এরই জন্য ছাত্রীদের ফিস একলাফে প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছাত্রীদের।বুধবার কলেজের বাংলা সংস্কৃত এবং জেনারেল কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা অধ্যক্ষর ঘরে বিক্ষোভ দেখান এবং বর্ধিত ফি কমানোর দাবি জানান।
মঙ্গলবার তারা ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কলেজে বিক্ষোভ দেখানোর সময় তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের কয়েকজন ছাত্রী তাদের মারধর করে বলে অভিযোগ।এই মারধরের ঘটনায় একজন ছাত্রীর হাত ভেঙে যায়।বুধবার সেই বিক্ষোভ আবার শুরু হয়।
ছাত্রীদের দাবি তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের যে তিন চারজন ছাত্রী তাদের মারধর করেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আরও পড়ুনঃ পৃথক রাজ্যের দাবীতে ভুমিপুত্র ঐক্য মঞ্চের বিক্ষোভ কোচবিহারে
পাশাপাশি বর্ধিত ফি কমাতে হবে ।এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা।তিনি বলেছেন ছাত্রীদের কেউ ভুল বোঝাচ্ছে ।
কোন ফিস বাড়ানো হয়নি।আর মারধরের ঘটনায় আমি নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব। এদিকে ছাত্রীরা বলেছেন যতক্ষণ না পর্যন্ত বর্ধিত ফিস কমানো হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584