নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিনোদন দুনিয়ার নতুন প্ল্যাটফর্ম ‘স্টুডিও ব্ল্যাক বক্স’ হাজির তাদের প্রথম পদক্ষেপ নিয়ে। ‘স্টুডিও ব্ল্যাক বক্স’ বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু করছে হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য বিচ’ দিয়ে। অ্যাড গ্রুপ কোম্পানিরই একটি গ্রুপ এই স্টুডিও ব্ল্যাক বক্স।
সম্প্রতি ‘দ্য বিচ’-এর ফার্স্ট লুক প্রকাশ করল ‘স্টুডিও ব্ল্যাক বক্স’। আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এই ওয়েব সিরিজের চরিত্রাভিনেতারা। হাজির ছিলেন অভিনেতা ইমরান খান, রবি ভাটিয়া, শ্বেতা খান্দুরি, পায়েল চ্যাটার্জি, শতাক্ষী নন্দী, নিলয় ব্যানার্জি, পরিচালক সৌম্যজিত গাঙ্গুলি, প্রযোজক অ্যাড গুরু ডঃ অতুল ডালমিয়া এবং বিকাশ সাঙ্গানেরিয়া সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ ‘১৮ তে ৭২’-এর ট্রেলার হাজির
সিরিজের গল্প ও সংলাপ প্রযোজক ডাঃ অতুল ডালমিয়ার লেখা। তাঁর কথায়, ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই সিরিজ দর্শক দরবারে আনার পরিকল্পনা রয়েছে। আশা করি সফল হব। ‘দ্য বিচ’ একটি হত্যা রহস্যকে কেন্দ্রে রেখে। অভিজাত সম্প্রদায়ের মানুষের জীবনধারাকে ফুটিয়ে তোলে এই ওয়েব সিরিজ।
আরও পড়ুনঃ সৌমিত্র স্মরণে দেবজ্যোতি মিশ্র’র সুরের স্মরণিকা
স্টুডিও ব্ল্যাক বক্স ছাড়াও এই অ্যাড গ্রুপের তরফে আরও দুটি অ্যাপ আসছে। তার মধ্যে একটি হল স্মার্ট কিডস, অন্যটি স্মার্ট ভাবী। শিশু এবং বিবাহিত মহিলারা এই দুটি আলাদা প্ল্যাটফর্মে নিজেদের গুণ দেখাতে পারবে। তাদের সুপ্ত প্রতিভা প্রচারের আলোয় নিয়ে আসার উদ্যোগ নেবে এই বিনোদনমূলক সংস্থা। পাশাপাশি ওয়েব সিরিজ, বিজ্ঞাপণী ছবি এবং ফোটো শুটে অংশ নেওয়ার সুযোগ পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584