নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
এককথায় বাংলা টেলিভিশনের খলনায়ক তিনি। পজিটিভ রোল করেন না তেমনটা নন। তবে, মনপসন্দ চরিত্র হল খল চরিত্র৷ সান বাংলায় আসছে ধারাবাহিকে ‘সুন্দরী’। সেখানেও তাঁকে পাওয়া যাবে খল চরিত্রেই। তেমনটাই খবর। তবে, আছে আরেকটা খবর। সম্প্রতি জি বাংলা সিনেমার জন্য অভিনয় করলেন তিনি। ছবির নাম ‘আমি তুমি আর মালতি’।
সুবান ছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন মানসী সিনহা, ফারহান, শ্রীতমা ভট্টাচার্য, মিমি দত্ত প্রমুখ। পরিচালক রজত শুভ্র মুখার্জি। সৃজনশীল পরিচালনায় অভিমন্যু মুখার্জি। ছবিটি ২৫ জুলাই সন্ধে ৬ টায় দেখা যাবে জি বাংলা সিনেমায়। মালতির চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তাঁর।
আদ্যোপান্ত একটি ফ্যামিলি ড্রামা ‘আমি তুমি ওর মালতি’। বাড়ির কাজের মেয়ের সঙ্গে নিজের স্বামীকে সন্দেহ করে এক স্ত্রী। তাই সে তার ভাইকে সমস্যার সমাধান করতে ডাকে। আর ভাই, অর্থাৎ সুবান কাজের মেয়ের প্রেমে পড়ে যায়। এরপর কী ঘটে তা দেখতে হলে দেখতে হবে ‘আমি তুমি আর মালতি’।
আরও পড়ুনঃ অনির্বাণের নির্মাণে আসছে ওয়েব সিরিজ ‘পেঁচা’
মজাদার এই ছবিতে হারিয়ে যাওয়া সুখী দাম্পত্যের কাহিনি ঘুরে বেড়ায়। আছে রোমান্স, আছে মজাদার মুহূর্ত। বাকিটা ২৫ জুলাই সন্ধে ৬ টার জন্য তোলা থাক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584