খড়গপুরে শুভেন্দুর রাবণ বধ

0
451

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃরীতি মেনেই পালিত হতে চলেছে দশেরার রাবণ পোড়ান।কথিত আছে পুরাকালে রাম নবরাত্রির শেষে দশমির দিন রাবণকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ছিল।আর তাই সেই প্রথায় দেশজুড়ে পালিত হচ্ছে রাবণ পোড়া।আশি বছরের ঐতিহ্যকে রেখে খড়গপুরের দক্ষিণ-পূর্ব রেলের সেটেলমেন্ট গ্রাউন্ডে পোড়ানো হতে চলেছে রাবণ।এবার রাবণ বধ করবেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

নিজস্বচিত্র

রাবণ পোড়া দেখতে সকাল থেকেই ঢল নেমেছে হাজার মানুষের।বিভিন্ন রকম আতশবাজি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে রাবণ মাঠ।ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।একদিকে দেবী দুর্গার নিরঞ্জন অন্যদিকে আর রাবণ বধ করে অশুভ শক্তির বিনাশ দুই মিলিয়ে উচ্ছ্বসিত খরগোপুরবাসী।জেলার বিভিন্ন স্থানে রাবণ পোড়া অনুষ্ঠিত হতে চলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here