নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ক্যালেন্ডার অনুযায়ী আজ ‘ফাদার্স ডে’। সোশ্যাল মিডিয়ায় তাই বাবাদের সঙ্গে ছবিতে ছয়লাপ করে দিচ্ছেন নেট নাগরিক। আর এমন দিনেই সুখবর দিলেন অভিনেতা শুভজিৎ কর। বাবা হতে চলেছেন তিনি। মা হবেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী।
আজ ফেসবুকে খুব সুন্দরভাবে নিজেদের দুজন থেকে তিনজন হতে চলার খবর দিলেন শুভজিৎ কর এবং প্রিয়ম। ফেসবুকে প্রিয়ম লিখেছেন- “প্রকৃতির খামখেয়ালীতে অশান্ত এ পৃথিবীতে, তোমার আসার খবরটিতে হাসছি দেখো যুগলেতে। তোমার আসার সময় হল সবকিছু তাই ভুলিয়ে দিল, দুঃসময়ের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেল। মোদের জীবন ধন্য করে এসো নতুন খুশির ভোরে, ঘরটি মোদের আলো করে আসবে তুমি কদিন পরে। তোমার আসার আনন্দেতে হাসছি মোরা যুগলেতে। সবাই আশিস দিও মোদের, ভালবাসার চিহ্ন টিরে।”
আরও পড়ুনঃ প্রতারণার শিকার শুভশ্রীর দিদি দেবশ্রী, গ্রেফতার স্বামী অমিত
টেলিপর্দার অতি জনপ্রিয় মুখ শুভজিৎ এবং প্রিয়ম। ‘সেনাপতিজ’-এর মতো ওয়েব সিরিজে দর্শক পেয়েছে তাঁদের। টেলিপর্দায় রয়েছে তাঁদের অগণিত কাজ। কদিন আগেই ‘মিঠাই’ ধারাবাহিক থেকে ছুটি নিয়েছেন প্রিয়ম। পরে জানা যায় তাঁর ছুটি নেওয়ার আসল খবর। আজ এই বিশেষ দিনে নিজেদের জীবনের পরম সুখবরটা দিলেন সেলেব দম্পতি। ‘হাম’ থেকে ‘হাম লোগ’ হতে চলার খবরে খুশি দুজনেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584