নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
বঙ্গরত্ন সুব্রত দত্ত৷ টলি, বলি, হলি তিন মেরুতে সমান স্বাক্ষর রেখে চলেছেন এই ভার্সেটাইল অভিনেতা৷ বলতে দ্বিধা নেই, সাম্প্রতিককালে তিনি নেই এমন বাংলা ছবি বা ওয়েব সিরিজের সংখ্যা খুবই কম।
একের পর এক ছবি এবং ওয়েব সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিমুহূর্তে অতিরিক্ত মজবুত করছেন তিনি। তাঁর জনপ্রিয়তা, তাঁর অভিনয়শৈলী নিয়ে কথা বলার মতো সাহস কোনওটাই আমার নেই।
বাবা যাদব পরিচালিত আসন্ন সুপার ন্যাচরাল ছবি ‘গুরুজী’তে অঙ্কুশ এবং শুভশ্রীর পাশাপাশি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনিও। কত্থক নৃত্যের গুরুজীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে, চরিত্রটি নেগেটিভ। শুটিং-এর কাজে বাগডোগরা যাচ্ছেন অভিনেতা।
তিনি অভিনীত এবং সুশান্ত মিশ্র পরিচালিত হিন্দি ছবি ‘জোসেফঃ বর্ন ইন গ্রেস’ অস্কার দৌড়ে শামিল। স্বপ্ন আর আশা বুকে বেঁধেছেন অভিনেতা। এই ছবিতে মুখ্য জোসেফ চরিত্রে রয়েছেন তিনিই। মুক্তি পেতে চলেছে ‘টি ফর তাজমহল’। জি ফাইভে এপ্রিলে আসছে ‘হেড কোয়ার্টার্স লাল বাজার’।
আরও পড়ুনঃ দুই চ্যানেলে ‘কাদম্বিনী’ লড়াই
‘বেনারস ভ্যানিলা’-তেও রয়েছেন তিনি। সম্প্রতি সামনে এসেছে সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘শব্দ জব্দ’। সেখানেও সুব্রত দত্ত একেবারে অন্যরকম। আবার বাংলা ছবি ‘উড়ান’-এ তাঁকে বহুরূপীর ভূমিকায় দেখলেন দর্শক। আবার ওয়েব সিরিজ ‘জাজমেন্ট ডে’-তে ছোট্ট রোল হলেও ভোল পাল্টে সুব্রত দত্ত একেবারে অন্য এক মানুষ। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এও অনন্য তিনি। তিনি অভিনীত বাংলা, হিন্দি, মারাঠি, ইংরেজি ছবির সংখ্যা নির্ণয় করতে বসা বাতুলতামাত্র।
আরও পড়ুনঃ শিশু নিগ্রহের প্রতিবাদে ‘আমার আর্তনাদ’
আসতে চলেছে তাঁর আরও একটি হলি ফিল্ম ‘বিহাইন্ড দ্য ট্রিস’। অর্থাৎ ব্যস্ততম অভিনেতা বলতে যা বোঝায় এই মুহূর্তে তার উজ্জ্বল উদাহরণ সুব্রত দত্ত। দিনদুয়েকের জন্য কলকাতায় এসেছেন অভিনেতা। কালই ফের উড়ে যাবেন বাবা যাদবের ছবির শুটিং-এর কাজে বাগডোগরায়।
এহেন সুব্রত দত্ত’র ছবি পরিচালনা করার ইচ্ছে নেই। তবে, পরিচালনা করছেন ‘হাজব্যান্ড ইন ল’ নামের একটি নাটক। ধীরে ধীরে এগোচ্ছে কাজ। এই বছরই নাটকটিকে মঞ্চস্থ করার ইচ্ছা রয়েছে বলে নিউজ ফ্রন্ট’কে জানিয়েছেন ভার্সেটাইল অভিনেতা সুব্রত দত্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584