নিজস্ব প্রতিবেদন,বহরমপুরঃ
কান্দি থানার জিবন্তী গ্রামে অত্যন্ত গরীব পরিবারে জন্মানো রোহেন আলি আর কোহেন আলি দুই যমজ ভাই।দুজনেই প্রায় একই রকম দেখতে।অনেকেই ভুল করে বসেন কে রোহেন আর কে কোহেন।বাবা এক্তার আলি পেশায় সাইকেল মিস্ত্রি। ছোট বেলায় থেকে দুই যমজ ছেলে পড়াশোনায় ভালো।সংসারের টানাপোড়ন আর ছেলেদের পড়াশুনোর খরচ যোগান দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি বলে পাড়ি দিয়েছেন আরব দুনীয়ায়,সূদূর আরবে দিনমজুর খেটে চলে সংসার দুই ছেলের পড়াশুনো। শুধু এক্তার আলি বলে নয় ওই এলাকার অধিকাংশ মানুষই পরিযায়ী শ্রমিক।
কিছু টাকা রোজগারের জন্য পাড়ি দেয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।এক্তার আলির দুই ছেলে রোহেন ও কোহেন এবার মাধ্যমিক পরিক্ষায় উদয়চাঁদপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে 612 এবং 606 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।আমাদের প্রতিনিধি তাদের পড়াশুনোর বিষয়ে জিজ্ঞেস করলে,তারা উত্তর দেন ডাক্তার ইঞ্জিনিয়ার পরের ব্যাপার আপাতত বিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে চাই।আর তাই ইচ্ছা থাকলেও বিজ্ঞান নিয়ে পড়া সম্ভব কিনা তাই ভেবেই আকুল রোহেন আর কোহেন।
তবে প্রতিবেদক এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড:কুনাল সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি এই বিষয়ে সাধ্যমত চেষ্টা করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584