রাস্তার সারমেয় দত্তক নিলেন পোষ্যপ্রেমী সুচন্দ্রা ভানিয়া

0
128

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সমাজ সেবিকা হিসেবে প্রত্যন্ত গ্রামে বেশ ভাল কাজ করছেন অভিনেত্রী- প্রযোজক সুচন্দ্রা ভানিয়া। অসহায়দের পাশে তিনি ও তাঁর প্রয়াস যথাসাধ্যটুকু নিয়ে দাঁড়িয়েছে লকডাউনে। এবার আমফানেও সেই ভূমিকা থেকে বিরত থাকেননি তিনি ও তাঁর বাহিনী।

Suchandra Vaaniya | newsfront.co
সুচন্দ্রা ভানিয়া। নিজস্ব চিত্র

সুচন্দ্রা এবার নিলেন এক অন্য পদক্ষেপ। রাস্তার দুটি সারমেয়কে দত্তক নিলেন তিনি। এমনিতেও পোষ্যপ্রেমী এই অভিনেত্রী। তবে, এবার কোনও বিলিতি নামজাদা পোষ্য নয়, কোলে তুলে নিলেন অভুক্ত দুই পথ সারমেয়কে।

আরও পড়ুনঃ মিমির মানবিক উদ্যোগ

কেবল দত্তক নিয়ে তা প্রচারের আলোয় আসা নয়, তিনি সারমেয়দুটিকে ইতিমধ্যেই দেখিয়েছেন ডাক্তার। তাদের শরীরে ঘা রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে তাদের। এভাবেই আগামীদিনে পথ সারমেয়দের পাশে থাকতে চান তিনি।

তাঁর মতে, অভিনেত্রী কিংবা প্রযোজকদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। আর সেটা তাঁদের মেনে চলাটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। একইভাবে নিজের মনটাকেও তৈরি রাখতে হয় সামাজিক কাজের জন্য। আমি সেটাই করি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here