নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সুপার সাইক্লোন আমপান ঝড়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি বন্ধ, পানচাষী সহ সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে যুক্ত করা,কাজ না দেওয়া পর্যন্ত ফুড কুপনের ব্যবস্থা করা, এলাকার রাস্তাঘাট পাকা করা, জল নিকাশী ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি হয় এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে।
দলের কর্মীরা রাধামনি বাজারে মিছিল করে বিডিও অফিস চত্বরে যায়। সেখানে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য জ্ঞাণানন্দ রায়,শম্ভু মান্না, সতীশ সাউ, সৌমিত্র পট্টনায়েক প্রমুখ নেতৃবৃন্দ। বিডিও উপযুক্ত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী, আশঙ্কা বন্যার
শম্ভু মান্না বলেন সর্বদলীয় বৈঠকে সকল পানচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা হলেও এখনো তা কার্যকর হয়নি, ঘরের ক্ষতিগ্রস্তদের তালিকায় একই নাম ঠিকানা দুবার তিনবার করে আছে, ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি, ঠিকানাবিহীন প্রায় ৪০০ জনের নাম তালিকায় রয়েছে। আমরা তাই আবারও অভিযোগ জানাতে এসেছি। কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584