হঠাৎ আগুনে ভস্মীভূত বাসগৃহ,নাতনিকে বাঁচাতে গিয়ে নিহত ঠাকুমা

0
78

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Suddenly the houses burnt in the fire
নিজস্ব চিত্র

নাতিকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ঠাকুমার।ঘটনাটি গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার নাড়াজোল বালিপোতা গ্রামের তালপুকুর পাড়ার।গতকাল রাতে আগুন লেগে যায় ওই গ্রামের কার্তিক সিংহের বাড়িতে।বাড়িতে সেময় ছিলেন কার্তিকের দুই ছেলের মধ্যে আনন্দ সিং(৮) ও মেয়ে শ্রাবনী সিং(৬) এবং স্ত্রী রাখি সিং।পাশের বাড়িতেই ছিলেন কার্তিকের বড় ছেলে দেব সিং(১২) কে নিয়ে মা লতিকা সিং বাবা লক্ষ্মীকান্ত সিং।ঝুপড়িতে পাশাপাশি মাটির দুটি বাড়িতেই আগুন লেগে যায়।ঘটনায় পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে এলেও ঠাকুমা লতিকা সিং তার নাতনিকে দেখতে না পেয়ে ভাবে যে তার নাতনি হয়তো বাড়ির ভিতরেই রয়ে গেছে ওই মুহুর্তে নাতনিকে বাঁচানোর জন্য ঠাকুমা লতিকা সিং বাড়ির ভিতরে ঢুকে পড়েন।

আরও পড়ুন: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

Suddenly the houses burnt in the fire
নিজস্ব চিত্র

কিন্তু দাউ দাউ করে জ্বলা আগুনের কবলে পড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান লতিকা সিং(৪২)।সে সময় লতিকা সিংকে বাঁচানোর চেষ্টা করে স্বামী লক্ষ্মীকান্ত সিং ও ছেলে কার্তিক সিং সহ পাশের বাড়ির এক প্রতিবেশী।লতিকা সিং কে বাঁচাতে গিয়ে আহত তিনজন।এদের মধ্যে এক প্রতিবেশী দাসপুর হাসপাতালে চিকিৎসাধীন।অগ্নিদগ্ধ লতিকা সিংকে স্থানীয়রা উদ্ধার করে দাসপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করে।স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়।পুরো বাড়িটিই আগুনে ভস্মীভূত হয়ে যায়।বাড়িতে থাকা সমস্ত নথি,আসবাব পুড়ে গেছে বলে জানা যায়।আগুন লাগার কারন জানা যায়নি।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Suddenly the houses burnt in the fire
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here