নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হিন্দি ভাষায় এবার নারীশক্তির গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবির নাম ‘মহাকালী’। নারীশক্তির কথা বলবে এই স্বল্প সময়ের ছবিটি। ছবির ভাষা হিন্দি। ছবিতে একটি নয়, দুটি মুখ্য চরিত্র।
একজন বাড়ির ঘরোয়া বউ। ছাপোষা গৃহবধূ বলা যায়। এই চরিত্রে আছেন সুদীপ্তা চক্রবর্তী। অন্যদিকে এক অভিনেত্রীর চরিত্রে গুলশনারা খাতুন। চিত্রনাট্য অনুযায়ী সে একটি মেগা সিরিয়ালে মা কালীর চরিত্রে অভিনয় করে।
সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং।শুটিঙের অনুমতি মেলার পর সমস্ত কোভিড বিধি মেনেই কলকাতাতে হয়েছে শুটিং। কালী চরিত্রটি দুই কেন্দ্রীয় নারী চরিত্রের উপর কী প্রভাব ফেলে সেটাই দেখার এই ছবিতে।
পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই ছবির। ছবিটি প্রথমে দেখানো হবে দেশ-বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে।
শিলাদিত্যর সঙ্গে সুদীপ্তা ও গুলশনারা দুজনেরই প্রথম কাজ হতে চলেছে এটি।
‘প্রথমা কাদম্বিনী’, ‘চুনিপান্না’, ‘ফেলনা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন গুলশনারা। মঞ্চ অভিনেত্রী হিসেবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। সুদীপ্তা চক্রবর্তী সম্বন্ধে এতদিন পর নতুন করে আর কিছু বলার নেই৷
আরও পড়ুনঃ শুরু হতে চলেছে ‘৮/১২’র শুটিং, দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাশ্বত এবং খরাজ
গুলশনারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- “এই প্রথম শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ করলাম। খুব ভাল লাগল। আর কাজটাও খুব অন্যরকম। তাই সবমিলিয়ে একটা ভাল লাগা কাজ করছে ‘মহাকালী’ ঘিরে। ছবিটা প্রথমে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরবে। তারপর ন্যাশনাল ওটিটি-তে আসবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584