শুভেন্দু হাওলাদার,হলদিয়াঃ
পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় আত্মঘাতী হলেন প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী। ঘটনা পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার চৈতন্যপুরের। মৃত ছাত্রীর নাম ইন্দ্রজিতা জানা(২০)। শুক্রবার রাতে একটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
সুইসাইড নোটে মৃত্যুর জন্য কেউ দায়ী না বলে লিখে গেছেন ইন্দ্রজিতা।মহিষাদল রাজ কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন ইন্দ্রজিতা। গত ২৯ আগস্ট প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হয়েছিল তাঁর। আর সেই ফল প্রকাশের পর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। কারণ,অনার্সের বিষয়ে উল্লেখযোগ্য নম্বর থাকলেও পাসের গণিত বিষয়ে অকৃতকার্য হন তিনি।আর সে কারণেই নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেছিলেন তিনি।পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই নিজেকে রীতিমতো ঘরবন্দি করে রেখেছিলেন ইন্দ্রজিতা। বন্ধ করে দিয়েছিলেন নাওয়া খাওয়া।তার পরই এই ঘটনা বলে জানিয়েছেন পরিবারের লোকেরা।ঘটনার পর থেকেই ইন্দ্রজিতার ব্যবসায়ী বাবা শম্ভু চরণ জানা সহ পরিবারের সকলেই কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছেন।সুতাহাটার ওসি জলেশ্বর তেওয়ারি বলেন,’আত্মঘাতী ছাত্রী লিখে যাওয়া সুইসাইড নোটে নিজের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।
আর সেই ব্যর্থতার জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া বলেও উল্লেখ করেছেন তিনি।’ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল রাজ কলেজেও।বিভাগীয় অধ্যাপক পড়ুয়া সকলেই এঘটনায় শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত কিশোরী,পলাতক অভিযুক্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584