হরষিৎ সিং,মালদা,২৯ মার্চঃ স্ত্রীর চোখের সমস্যা, রাতের বেলায় কাজ করতে নিষেধ স্বামীর। এই নিয়ে স্বামী-স্ত্রীর বাচসার জেরে অভিমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী স্ত্রী। ঘটনাটি ঘটেছে, মালদার হবিবপুর থানার হাসপাতাল মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূ নাম ববি দাস(৪৫)। বাড়ি হাসপাতাল মোড় এলাকায়। তিনি বাড়িতে সেলাইয়ের কাজ করতেন উপার্জনের জন্য। জানা গিয়েছে, বুধবার রাত্রি আটটা নাগাদ আলো জ্বালিয়ে সেলাইয়ের কাজ শুরু করেন ববি দেবী। এই ঘটনা চোখে পড়তেই স্ত্রীকে সেলাইয়ের কাজ বন্ধ করতে বলেন স্বামী বিজয় দাস। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে অভিমানে বাথরূম পরিস্কার করার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ববিদেবী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা। গভীর রাতে তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার। মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায় পুলিশ।
তবে কি কারনে আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584