শ্যামল রায়,নদীয়াঃ
মাধ্যমিকে খারাপ ফল হবে এই আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক স্কুলছাত্রী।
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরী কলেজ পাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম সাথী রায়(১৬)।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে যে আর কয়েকদিন পরেই মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বের হবে। পরীক্ষার পর থেকেই সে আশঙ্কায় ভুগছিল যে ফল খারাপ হবে।
পরীক্ষার ফল খারাপ হলে সে আর বাড়ি ফিরে আসবে না এমন কথা জানিয়েছিল পরিবারের লোকজনকে।
শনিবার তার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণনগর ময়নাতদন্ত পাঠিয়েছে। এই মৃত্যু ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ফিচার ছবি সংগৃহীত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584