সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সাগর ব্লকের সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিম নগর বাঁধ। বিগত পাঁচ বছর আগে থেকে বিধ্বস্ত করে তুলেছে বঙ্কিম নগর ,সুমতিনগর গ্রামকে। একাধিকবার ভেঙেছে বঙ্কিম নগর বাঁধ। কাজ হয়েছে আপতকালীন। কংক্রিট না হওয়াতে সন্তুষ্ট নন এলাকাবাসী।
বিঘার পর বিঘা চাষের জমি হারিয়েছেন অনেকে। নষ্ট হয়েছে ফিসারি। তবুও টনক নরেনি প্রশাসনের। আমপানের পর ক্ষতির মাত্রা বেড়েছে। কিন্তু ক্ষতিপূরন মেলেনি। দেখা যায়নি জনপ্রতিনিধিদেরও। ক্ষোভে ফুঁসছেন বঙ্কিম নগরের এলাকাবাসীরা। কংক্রিটের বাঁধ চাইছে তারা। ৯০০ মিটারের অধিক ভেঙেছে বাঁধ। একদিকে মৌশুনি, অন্যদিকে সাগরদ্বীপের বঙ্কিম নগর বাঁধ। মাঝখানে রাক্ষুসে বঙ্গোপসাগর। যা আতঙ্কে রেখেছে এলাকাবাসীদের।
আরও পড়ুনঃ আমপান-বিধ্বস্তদের ১টাকায় সবজি বিতরণ গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমীর
ধসপাড়া সুমতি নগর দুই গ্রাম পঞ্চায়েত, মুড়িগঙ্গা এক ও মুড়িগঙ্গা দুই, তিনটি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুমতি নগর ও বঙ্কিম নগর বাঁধ ভেঙে প্লাবিত। বঙ্কিম নগরে ভেঙেছে ৯০০ মিটার সুমতিনগরে ভেঙেছে ৩০০ মিটার।
বিগত বেশ কয়েক বছর ধরে বাঁধ ভাঙছে। তবুও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। বিরোধীরা বাঁধ পরিদর্শনে রাজনীতি করতে এসেছেন বলে মত গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের। যদিও রাজনীতি নয় বলে দাবি বিরোধী দলনেতার। গ্রামবাসীদের পাশে আছেন বলে দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584