নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হঠাতই বন্ধ হয় ধারাবাহিক ‘ফিরকি’। এরপর বেশ খানিকটা হতাশা গ্রাস করে ধারাবাহিকের রানি মাসি থুড়ি সুজি ভৌমিককে। অনেক স্বপ্ন বুকে নিয়ে বহরমপুর থেকে কলকাতায় আসা তাঁর। সুজয় থেকে সুজি ভৌমিক হয়ে ওঠাটা বেশ শক্ত ছিল।
মঞ্চ অভিনয় থেকে পর্দায় পা রেখে জীবনে বেশ খানিকটা আশার আলো ফুটতে দেখেছিলেন সুজি। চেষ্টা আর নিষ্ঠা কারোকে থেমে থাকতে দেয় না। বেশ কিছু কাজে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন সুজি। তার মধ্যে উইন্ডোজ প্রযোজিত, অরিত্র মুখার্জি পরিচালিত ‘বাবা বেবি ও…’ অন্যতম একটি।
এই ছবিতে এক বৃহন্নলার চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার শিল্পী স্বর্ণকমল তপস্বী, সন্দীপ্তা ছেত্রী, অঞ্জলি মণ্ডল। ছবিতে একটি সিনেই দেখা যাবে সুজিকে। তাও সুজি খুশি। এহেন এক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।
আরও পড়ুনঃ ডিপ্রেশনে ভুগছেন শ্রীলেখা
সুজি নিউজফ্রন্টকে জানান- “ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চাই এই প্রযোজনা সংস্থার সঙ্গে। অন্য রকমের চরিত্র পাওয়ার আশায় রইলাম। তা সে নেগেটিভ হোক বা পজিটিভ। হিরোইনের বোনও তো হতে পারি৷ কিংবা কোনও ত্রিকোণ প্রেমের নায়িকা। নায়িকার ভূমিকায় অভিনয় করার বাসনাও আছে। তা যে কোনও প্রযোজনা সংস্থার ঘর থেকে হলেই রাজি। অভিনয়টা করতে চাই চুটিয়ে। নানারকমের চরিত্র চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584