নিজের আর্থিক তহবিল থেকে দুঃস্থদের খাদ্যসামগ্রী তুলে দিলেন,লোকসভার সাংসদ

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা ভাইরাস রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু আচমকা শুরু হওয়া এই লকডাউনে বিপাকে পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া সহ বেশ কিছু মানুষকে। সেদিকে লক্ষ রেখেই এবার ওই সব অসহায় মানুষজনদের পাশে দাঁড়াতে ঝাপিয়ে পড়লো বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার।

relief fund | newsfront.co
দুঃস্থদের ত্রান বিলি।নিজস্ব চিত্র

শুক্রবার তিনি তার ব্যক্তিগত টাকা থেকে বেশ কয়েক কুইন্টাল চাল, আলু, ডাল কিনে এনে তার দলের যুবমোর্চার সদস্যদের দিয়ে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করার ব্যবস্থা করলেন ।

এদিন সকাল থেকেই আলাদা আলাদা ভাবে, সেই চাল ডাল আলু প্যাকেট বন্দি করে যুব মোর্চা সদস্যেদের পাশাপাশি যুব মোর্চা জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, বিজেপি বালুরঘাট নগর মণ্ডল সভাপতি সুমন বর্মন সহ অন্যান্য ব্যক্তিত্বরা।

workers | newsfront.co
সামগ্রী গোছাতে ব্যস্ত কর্মীরা। নিজস্ব চিত্র

প্রায় যুদ্ধকালীন ব্যস্ততায় ওই সব নিত্যদিনের সামগ্রী প্যাকেট বন্দি করার পর, তা শহরের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা মেনে বিলি করে তারা। শুধু ত্রান বিলি করেই থেমে থাকেন নি সাংসদ সুকান্তবাবু।

আরও পড়ুনঃ নেই আলাদা শৌচাগার, কোয়ারেণ্টাইনে থাকা ব্যক্তিরা অসহায়, উদ্বেগ স্বাস্থ্য দফতরের

তিনি এই বালুরঘাট শহরের প্রত্যেকটি ওয়ার্ডে বিপিএল তালিকা ভুক্ত মানুষজনের নামের একটি তালিকা তৈরি করেন। সেখানে অবিলম্বে তাদের যাতে সাহায্য করা হয়, তার জন্য ব্যক্তিগত ভাবে জেলা শাসক ও বিডিওকে চিঠি লিখে অনুরোধ করেন তিনি।

এছাড়াও বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া এই জেলার মানুষকে উদ্ধার করে ভাল থাকবার ও খাবারের সুবন্দোবস্ত করে দেবার জন্য, ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে টুইট করে বার্তার মধ্যমে আবেদন জানান তিনি।

সব মিলিয়ে এই সময়ে জেলার আমজনতার পাশে দাঁড়ানোয়, সাংসদের এই মানবিক হয়ে ওঠার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ। যা ২০১৭ সালে জেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যার সময়তে জেলার মানুষ বিগত সাংসদকে এই ভূমিকায় দেখবার আশা করেও দেখতে পায় নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here