বন্যার জলে ব্যাপক ক্ষতির মুখে সুন্দরপুর অঞ্চলের কৃষকরা

0
107

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কুয়ে নদী ও লাঙ্গলহাটা বিলের জল ঢুকে এক সপ্তাহ ধরে প্লাবিত মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের একাধিক গ্রাম। প্রসঙ্গত লাগাতার বৃষ্টির কারণে মৌরাক্ষী ও কানামৌরাক্ষী নদীতে জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় প্লাবিত হয়।

Paddy Field
নিজস্ব চিত্র

প্লাবিত হয় বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, তারাপুর, কয়থা, মারুট ও বৈদ্যনাথপুর গ্ৰামের কৃষি জমি থেকে বসত বাড়ি। বর্তমানে জল কমে যাওয়ায় পর তাদের দূর্ভোগ কিছুটা কমলেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরপুর অঞ্চলের প্রায় ১৩০০০ হেক্টর জমির কৃষকদের কপালে।

Paddy Field
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ খানাকুলে ফ্লাড শেল্টারই জলের তলায়! দুর্গতদের উদ্ধারে বায়ুসেনার হেলিকপ্টার

কৃষকরা জানাচ্ছেন, লকডাউনের মাঝেই কোনোরকমে তারা ঋণ নিয়ে বর্ষার শুরুতে ধান রোপণ ও ধান চাষ করেছিলেন। তবে অতিরিক্ত বৃষ্টি ও কুয়ো নদীর বাঁধ ভাঙার কারনে বন্যায় জলের তলে চলে যায় কৃষিজমিগুলি। যার জেরে প্রায় ১৩০০০ হেক্টর জায়গার জায়গার ধান নষ্ট হয়ে পড়ে । একদিকে লকডাউন অপরদিকে এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে বর্তমানে ব্যাপক চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কৃষকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here