করোনা ঠেকাতে জগন্নাথের স্বপ্নাদেশ,কালোটিকা ও মাটি খোঁড়ার মহড়া এলাকায়

0
124

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এবার মহামারী নোভেল করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কুসংস্কারের পথে হাঁটল এলাকার মানুষ। তেমনি এক ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের একাধিক গ্রামে।

superstition | newsfront.co
মাটি খুঁড়তে ব্যস্ত। নিজস্ব চিত্র

এলাকাবাসীদের বক্তব্য জগন্নাথের মন্দিরের চূড়ায় আগুন লাগার কারণে, কোন এক পুরোহিতকে স্বপ্ন দিয়েছিল যে প্রত্যেকটি বাড়ির গেটের সামনে মাটি খুঁড়লে পাওয়া যাবে কয়লা।আর সেই কয়লা চিনে মাটির পাত্রে রেখে গঙ্গা জল দিয়ে টিপ পড়লে এই মহামারী নোভেল করোনা ভাইরাসের হাত থেকে বাঁচবে সাধারণ মানুষ।

black diamond | newsfront.co
কয়লা উদ্ধারে বাসিন্দা। নিজস্ব চিত্র

কার্যত এই গুজব ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি বেঁধে যায় প্রত্যেক বাড়িতেই। সেইমতো গেটের সামনে মাটি খোঁড়া শুরু করে প্রত্যেক বাড়ির পরিবার পরিজন। আবার দেখা গেছে কেউ কেউ তো কালো টিপ পড়ে ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে রাস্তাঘাটে। আর এই গুজব খবর ছড়িয়ে পড়তেই বিজ্ঞান মঞ্চের কিছু কর্মী উপস্থিত হয় সেই গ্রামগুলিতে।

Vigyan Mancha | newsfront.co
বিজ্ঞানমঞ্চের প্রচার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ  করোনা ঠেকাতে গো-মূত্র পান বৃদ্ধার, সংস্কার এড়াতে পথে বিজ্ঞান মঞ্চ

মূলত এই কুসংস্কারের সম্বন্ধে হাতে-কলমে বোঝানো হয় এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কানাইলাল সিং জানান,”কোন এক ব্রাহ্মণ নাকি স্বপ্ন দেখেছিলেন, সেই ধারণাকে মাথায় ঢুকিয়ে এ রকম অবৈজ্ঞানিকের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে বিজ্ঞান যুগে মানুষের ভুল ভ্রান্তি ভাঙার লক্ষ্যেই আমরা মানুষকে সচেতন করছি। তবে এই পদক্ষেপে মানুষের ভাল সাড়া পাচ্ছি।

কেউ কেউ বলছেন এটা পাশের বাড়ির লোকজনের দেখেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে আবার কেউ কেউ এইসব কুসংস্কারের উপর বিশ্বাস করতে পারছেন না। তবে আগামী দিনে আমরা মানুষের পাশে থাকবো। বিজ্ঞান সব সময় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে। যুক্তিযুক্ত উপায় মানুষের কাছে তুলে ধরবো আমরা।”

অন্যদিকে গড়বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা জানান, “হ্যাঁ, আমার কানেও এসেছে এ রকম এক কুসংস্কার ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই আমরা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করব যে কেউ যাতে গুজবে কান না দেয়। আর বর্তমান স্বাস্থ্য দফতরের কথা মেনেই যাতে তারা চলেন তার ব্যবস্থা নিচ্ছি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here