শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
এলগার পরিষদ মামলায় সুধা ভরদ্বাজের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনআইএ। মঙ্গলবার এনআইএ-এর আর্জি খারিজ করে শীর্ষ আদালত বহাল রাখলো সমাজকর্মী তথা আইনজীবী সুধা ভরদ্বাজের জামিনের নির্দেশ।
বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ এনআইএ-এর আবেদন খারিজ করে জানায় বম্বে হাইকোর্টের দেওয়া সুধা ভরদ্বাজের জামিনের নির্দেশে হস্তক্ষেপ করার কোন কারণ বেঞ্চ খুঁজে পায়নি। তাই বহাল থাকছে বম্বে হাইকোর্টের নির্দেশ।
ইউএপিএ আইনে সুধা ভরদ্বাজকে আটক রাখার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় একটি সেশন কোর্ট। বম্বে হাইকোর্ট জানায় সেশন কোর্টের এই ক্ষমতা নেই, এর ভিত্তিতে সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। এনআইএ আইন ২০০৮ অনুযায়ী পুনাতে রয়েছে বিশেষ আদালত, সেখানে সেশন কোর্ট নির্দিষ্ট ৯০ দিনের পরে কোন ব্যক্তিকে আটক রাখার মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিতে পারে না।
আরও পড়ুনঃ কোভিডে মৃত্যুর ক্ষতিপূরণের মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে বাংলা, মহারাষ্ট্র ও রাজস্থান
গত ১ ডিসেম্বর এই মামলায় সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট জানায় যে, আগামী ৮ ডিসেম্বর তাঁকে এনআইএ বিশেষ আদালতে পেশ করতে হবে। সেখানে তাঁর জামিনের শর্তাবলী ও ছাড়া পাওয়ার দিন স্থির হবে। তবে একই মামলায় ভারভারা রাও সহ বাকি অভিযুক্তদের জামিন মঞ্জুর করেনি বম্বে হাইকোর্ট।
আরও পড়ুনঃ AFSPA বাতিলের দাবিতে সরব কনরাড সাংমা, নাগাল্যান্ড থেকে আফস্পা তুলে নেওয়ার দাবি রিও-র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584