রামনবমী ও হনুমানজয়ন্তীর মিছিলে সংঘর্ষের জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

সাম্প্রতিক রামনবমী ও হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে দেশের বিভিন্ন অংশে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় দেশের কোন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে তদন্ত হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। একই সঙ্গে দিল্লির জাহাঙ্গীরপুরীর উচ্ছেদের ঘটনারও তদন্তের আবেদন করা হয় ওই জনস্বার্থ মামলায়। সে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভাই-এর বেঞ্চ।

আইনজীবী বিশাল তেওয়ারীর করা এই জনস্বার্থ
মামলায় বিচারপতিরা বলেন,” আপনি চান কোন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হোক! কেউ কি ফাঁকা আছেন? এমন কোনো সহযোগিতা চাইবেননা যা আদালত দিতে পারে না।”

আইনজীবী বিশাল তিওয়ারি তাঁর আবেদনে বলেন, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার চালিয়ে অপরাধের বিচার করা হচ্ছে তা অত্যন্ত চিন্তার। এই প্রথার বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ না নিলে এটি ভয়ংকর বিদ্বেষে পরিণত হবে। এছাড়াও দিল্লি জাহাঙ্গীরপুরিতে যে উচ্ছেদের ঘটনা ঘটেছে তা প্রকৃত অর্থেই বিভাজন মূলক। এই প্রতিটি ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকারক এবং আইনের শাসনের পরিপন্থী।

 

public interest litigation over Ramnabami and Hanuman Jayanti processions

 

আরও পড়ুনঃ

জম্মু -কাশ্মীরে ৩৭০ ধারা রদের বিরুদ্ধে মামলার দ্রুত শুনানি নয়, গ্রীষ্মের ছুটির পরে হতে পারে শুনানি

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here