ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
শুক্রবার সুপ্রিমকোর্টের জাস্টিস আরএফ নারিমান এবং জাস্টিস সূর্যকান্তের বেঞ্চ বাবরি মসজিদ ধ্বংস মামলায় লখনউয়ের স্পেশাল সিবিআই কোর্টের
রায়দানের মেয়াদ ৩১ শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করল।
২০১৯ সালের ১৯ শে জুলাই সুপ্রিম কোর্ট এই ট্রায়াল কোর্টকে নির্দেশ দেয় ৬ মাসের মধ্যে প্রমাণের রেকর্ডিং করে ৯ মাসের মধ্যে রায়দান করতে হবে।
২০১৯ সালের ৩০শে সেপ্টেম্বর এই স্পেশাল সিবিআই কোর্টের বিচারপতির অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় তারা যেন তাদের প্রশাসনিক ক্ষমতাবলে উক্ত বিচারপতির মেয়াদকাল বৃদ্ধি করে।
আরও পড়ুন:অযোধ্যা রায়ের পিছনে সম্ভাব্য পাঁচটি যুক্তি
গত ৬ ই মে সেই ট্রায়াল কোর্টের বিচারপতি শ্রী যাদব সুপ্রিম কোর্টের কাছে চিঠি লিখে আবেদন জানান যে প্রমাণের রেকর্ডিং এখনো সম্পূর্ণ হয়নি। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্টের বিচারপতির ভিডিও কনফারেন্স সুবিধাসহ মেয়াদ বৃদ্ধি করার নির্দেশ দেয়।
এই মামলায় বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, কল্যান সিংহ , উমা ভারতী সহ ১৩ জনের ভাগ্য নির্ধারণ হবে। তাদের বিরুদ্ধে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584