শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সরাসরি সেকথা জানিয়েছেন। মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘শুধু কথাতেই অ্যাকশন নেওয়া হয়েছে বলা হচ্ছে, আসলে কাজ কিছুই হচ্ছে না।‘
এদিন প্রধান বিচারপতি জানতে চান কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্রকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি। প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী হরিশ সালভে বলেছেন, প্রধান অভিযুক্তকে হাজির হতে নোটিস দেওয়া হয়েছে। তিনি সময় চেয়েছেন। তাঁকে আগামীকাল সকাল ১১ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরমধ্যে না এলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।সরকারের এই উত্তরে বিরক্ত হয়ে প্রধান বিচারপতির প্রশ্ন, “ আপনারা কি খুনের মামলার সব অভিযুক্তের সঙ্গেই এরকম আচরণ করেন? নোটিস করবেন তারপর অপেক্ষায় থাকেন অভিযুক্ত কখন আসবে?”
আরও পড়ুনঃ শিষ্য খুনে বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম
এই মামলার পরবর্তী শুনানির জন্য সময় চাইল উত্তর প্রদেশ রাজ্য সরকার, পুজোর পর হবে শুনানি। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই উত্তরপ্রদেশ পুলিশকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। যাবতীয় তথ্যপ্রমাণ সংরক্ষিত রাখার ব্যাপারে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনায় আটজনের নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে বলেছে, সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, আশিস মিত্র গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584