নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সারা দেশে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে থাকা যাবতীয় ফৌজদারি মামলা ঝুলে আছে, কেন্দ্রকে সেগুলির দ্রুত নিষ্পত্তির আদেশ দিল সর্বোচ্চ আদালত।

সারা দেশে যত বিধায়কের বিরুদ্ধে যা কিছু ফৌজদারি মামলা রয়েছে, বিশেষত যেসব আর্থিক দুর্নীতির মামলা, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ সেসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে কেন্দ্রকে, নির্দেশ সর্বোচ্চ আদালতের।
বিচারপতি এনভি রামানার বেঞ্চ বলেন বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলি চাইছে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থা করে দেওয়া হোক, সে দায়িত্ব কেন্দ্র সরকারকেই নিতে হবে। বিচারপতি বলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে আদালতে জানাক তারা কি ব্যবস্থা করতে পারে। শুধুমাত্র ‘ইচ্ছুক’ বলা-ই যথেষ্ট নয়, কাজে গতি চাই।
আরও পড়ুনঃ বিহারে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রূপান্তরকামী মহিলা মণিকা
সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে আবেদন করেছেন, বহু ক্ষেত্রে বিধায়ক জড়িত থাকায় রাজ্য পুলিশের তরফে গাফিলতি লক্ষ্য করা গিয়েছে। মহামান্য আদালত যেন রাজ্যপুলিশের ডিজিদের এব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশ জানায়।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে চালু হচ্ছে পুরী-আনন্দবিহার ভায়া আদ্রা স্পেশাল ট্রেন
৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানায় প্রাক্তনও বর্তমান সাংসদ/ বিধায়ক, যাঁদের বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারী মামলা রয়েছে তাঁদের সংখ্যা ৪,৪৪২। তার মধ্যে ক্ষমতাসীন ২,৫৫৬ জন।
এঁদের অনেকের বিরুদ্ধেই ট্রায়াল কোর্ট জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়, কিন্তু তার কিছুই এখনও হয়নি। আগামী ১০ দিনের জন্য আদালত স্থগিত রাখা হয়, তারপর এই মামলার পরবর্তী শুনানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584