ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
হোলির ছুটি কালীন শুনানিতে এক মামলায় সুপ্রিম কোর্ট দিল্লি, রাজস্থান ও উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনকে প্রেম করে বিয়ে করা এক জুড়িকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দিল।
জাস্টিস অশোক ভূষণ ও জাস্টিস সূর্যকান্তের অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দেয়।
আসলে,প্রেম করে বিয়ে করা সেই প্রাপ্তবয়স্ক জুড়ির বাড়ি রাজস্থানের জয়পুরে। ছেলে জৈনধর্মের এবং মেয়েটি হিন্দু ধর্মাবলম্বী। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অপরপক্ষে মেয়েটি ডাক্তার। দুজনেই দিল্লি পালিয়ে এসে গত ২৮ শে ফেব্রুয়ারি আর্য সমাজ মন্দিরে বিয়ে করে।
বিয়ের পর ছেলেটি সুপ্রিম কোর্টে এক আবেদনে জানায় যে মেয়ের পরিবারের পক্ষ থেকে তার জীবনহানির আশঙ্কা রয়েছে ও মেয়ের পরিবার যথেষ্ট প্রভাবশালী। শুধু সুরক্ষা চাওয়ায় নয় ছেলেটি সুপ্রিম কোর্টে আবেদন করে যাতে তাদের বিরুদ্ধে কোনো পুলিশি জেরা বা গ্রেপ্তারি না হয়। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে সেই জুড়িকে শুধু সুরক্ষা দেওয়ায় নয় তাদের যেন কোনরকম পুলিশি হয়রানি না হতে হয় তা নিশ্চিত করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584