নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবারই হাইকোর্ট ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাওয়াত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের রায়ে।
২০১৬ সালে ঝাড়খণ্ডের বিজেপির পর্যবেক্ষক পদে থাকার সময় এক ব্যক্তিকে গৌসেবা আয়োগের প্রধান পদে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে। সেই মামলায় মঙ্গলবার উত্তরাখণ্ড হাইকোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় সিবিআইকে।
রাওয়াতের তরফে সুপ্রিম কোর্টে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তিনি আদালতে বলেন, উত্তরাখন্ড হাইকোর্ট কাউন্সেলের বক্তব্য না শুনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ মিথ্যা কথা বলায় মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারব নাঃ রাহুল
তিনি বলেন, অভিযুক্তের বক্তব্য না শুনে এফআইআর দায়ের করা যায় না। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো একেবারেই নয়, এর ফলে সরকারের অচলাবস্থা তৈরি হতে পারে।
সম্প্রতি সাংবাদিক উমেশ কুমার শর্মা তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আনেন। স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয় উত্তরাখণ্ডের রাজনীতিতে। সাংবাদিক উমেশ কুমার শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তরাখণ্ড পুলিশ।
আরও পড়ুনঃ আরোগ্যসেতু অ্যাপ বিষয়ে অস্বচ্ছ তথ্য! শোকজ এনআইসি’র মুখ্য জনসংযোগ আধিকারিক
সেই এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে ও ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন ওই সাংবাদিক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেওয়ায় স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী, তবে ঘুষ মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584