সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার জের, নিট সুপার স্পেশালিটি পরীক্ষা পেছালো কেন্দ্র

0
75

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

নিট সুপার স্পেশালিটি পরীক্ষার পদ্ধতি বদলের মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। পরীক্ষার পদ্ধতিতে হঠাতই বদল ঘটায় বোর্ড, শেষ মুহূর্তের এই পরিবর্তনে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা, তাঁদেরই বেশ কয়েকজন পরীক্ষা পদ্ধতি বদলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এই মামলার শুনানিতেই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, ভারতে ডাক্তারি পড়াশুনা একটি ব্যবসায় পরিণত হয়েছে।

Supreme Court

শুনানি চলাকালীন বিচারপতি চন্দ্রচূড় বলেন যে তাঁরা বুঝতে পারছেন যে এই দেশে ডাক্তারি পড়াশোনা করাটা একটি ব্যবসায় পরিণত হয়েছে। মেডিক্যালের নিয়ম-কানুনও পরিণত হয়েছে ব্যবসায়। ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে এই ধরণের ঘটনা খুবই দুঃখজনক, সরাসরি এমনটাই বলেন বিচারপতি চন্দ্রচূড়। পরীক্ষায় এই পরিবর্তন আসলে প্রাইভেট মেডিক্যাল কলেজের আসন ভর্তি করার উদ্দেশ্যে করা হয়েছে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ এবার পুজোয় রাতভর চলবে না মেট্রো, জেনে নিন পরিষেবার সময়

এর আগে এই বিষয়ে শুনানির সময় আদালতের তিরস্কারের মুখে পড়তে হয় কেন্দ্রকে। আদালত জানায়, অসংবেদনশীল আমলাদের হাতে তরুণ ডাক্তারদের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না। ডাক্তারদের সঙ্গে ফুটবলের মতো আচরণ করাও যায় না বলেই জানিয়েছিল আদালত।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে অবরুদ্ধ সড়ক মুক্ত করার মামলায় ৪৩ টি সংগঠনকে নোটিস সুপ্রিম কোর্টের

এদিন আদালতের নির্দেশ অনুযায়ী নিট সুপার স্পেশালিটি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নভেম্বরের পরিবর্তে ২০২২-এর জানুয়ারি মাসে নেওয়া হবে পরীক্ষা। ফলে পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়তি কিছুটা সময় পাবেন পরীক্ষার্থীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here