মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শুধুমাত্র ব্যবসায়ীদের চাপে পড়ে বকরি ইদ উপলক্ষে তিন দিনের জন্য লকডাউন শিথিল করার ঘোষণা করেছে কেরল সরকার। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার সম্মুখীন হতে হল পিনারাই বিজয়ন সরকারকে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কেবল ব্যবসায়ীদের দাবির চাপে লকডাউন শিথিল কারার এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। মানুষের জীবনে এ ভাবে হস্তক্ষেপ করা উচিত নয়।

এ প্রসঙ্গে কেরল সরকার জানিয়েছে, গত ১৫ জুন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যবসায়ীদের চাপে পড়েই যে এমন সিদ্ধান্ত, তাও জানিয়েছে প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চ কেরল সরকারকে বলে, ‘‘সবার উপরে মানুষের বাঁচার অধিকার রয়েছে। কোনো প্রকারের চাপের জন্য এহেন সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিৎ নয়। এই ঘটনা রাজ্যের পক্ষে উদ্বেগজনক। মানুষের জীবন সব থেকে মূল্যবান। তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি এই বিধিনিষেধে ছাড়ের ফলে কোনও ঘটনা ঘটে এবং সাধারণ মানুষ আমাদের কাছে সেই ঘটনা তুলে আনতে পারেন, তা হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুনঃ ২১ জুলাই রাজ্যজুড়ে শহিদ দিবসের পাল্টা মানবাধিকার দিবস পালন করবে বিজেপি
এর আগে করোনা পরিস্থিতির জেরেই কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। এমনকী চার ধাম যাত্রাও বন্ধ রেখেজে উত্তরাখণ্ড সরকার।
আরও পড়ুনঃ মোদি সরকারের প্রথম ৫ বছরে রাষ্ট্রদ্রোহের মামলা ৩২৬, দোষী সাব্যস্ত ৬, তথ্য স্বরাষ্ট্রমন্ত্রক
যদিও কেরল সরকার জানিয়েছে, “গত ১৫ জুন থেকে লকডাউনে যে ছাড় দেওয়া হয়েছে সেটাই আপাতত জারি থাকছে। বকরি ইদে ব্যবসা ভাল হয়। তাই মানুষের অর্থনৈতিক দিকের কথা মাথায় রেখেই কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। কেরল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন পি কে নাম্বিয়ার নামের এক ব্যক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584