ট্রেলারে থাকলেও মূল ছবিতে ‘জবরা ফ্যান’ গানের অস্তিত্ব নেই কেন? সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে যশরাজ

0
73

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

‘ম্যায় তেরা হায়রে জাবরা, হায়রে জাবরা ফ্যান হো গ্যায়া’, ২০১৬ সালে এমনই একটা গান অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল। গানটি শোনা গিয়েছিল যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘ফ্যান’ ছবির ট্রেলারে। ছবিটিতে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান

Shahrukh Khan Fan movie
শাহরুখ খান

‘জবরা ফ্যান’ গানের দৃশ্যেও শাহরুখকে নাচতে দেখা গিয়েছিল। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবির ওই গানটির একঝলকও দেখতে পাননি দর্শকরা। সেইসব দর্শকের মধ্যে ছিলেন আফরিন ফাতিমা জায়দি নামের এক মহিলা। ফ্যান ছবির ট্রেলার দেখে ‘জাবর ফ্যান’ গানটি শুনে দুর্দান্ত পছন্দ হয়েছিল তাঁর। যার জন্য টিকিট কেটে শাহরুখ খানের সেই ছবি দেখতেও গিয়েছিলেন আফরিন ফাতিমা জায়দি। কিন্তু ছবি শেষ হয়ে গেলেও ২ ঘন্টা ১৮ মিনিটের ছবিতে সেই গানের এক ঝলকও দেখতে পাননি আফরিন। কিন্তু হাতগুটিয়ে বসে থাকার পাত্রী নন মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদের এই শিক্ষিকা। তিনি উপভোক্তা কমিশনে সোজা ছবির প্রযোজনা সংস্থা, যশ রাজ ফিল্মসের নামে অভিযোগ জানিয়েছিলেন।

আফরিন ফাতিমা জায়দি’র অভিযোগ ছিল, ট্রেলারে দেখানো যে গানের জন্য প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় উপচে পড়েছিল, সেই গান মূল ছবির কোনও অংশে দেখানো হয়নি। শুধুমাত্র দর্শক টানার জন্য এই কৌশল অবলম্বন করেছিল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এই অভিযোগ নিয়ে জেলা উপভোক্তা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন আফরিন। তবে সেই পিটিশন খারিজ হয়ে যায়।

এরপর মহারাষ্ট্র উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন আফরিন ফাতিমা। ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর এই মহারাষ্ট্র উপভোক্তা কমিশন রায় দেয়, যে ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসকে জরিমানা হিসাবে দশ হাজার টাকা দিতে হবে এবং আফরিনের আইনি খরচ বাবদ আরও পাঁচ হাজার টাকা, অর্থাৎ মোট পনেরো হাজার টাকা জরিমানা দিতে হবে প্রযোজনা সংস্থাকে। পরবর্তীতে এই রায় বহাল রাখে জাতীয় উপভোক্তা কমিশনও।

আরও পড়ুনঃ পান মশলার বিজ্ঞাপন কেন করেন বিগ বি? অনুরাগীর প্রশ্নের জবাব দিলেন অভিনেতা

সুপ্রিম কোর্টে যশ রাজ ফিল্মসের আইনজীবী নাওমি চন্দ্র এদিন বলেন, ‘সিনেমার ক্ষেত্রে এমনটা প্রায়ই করা হয়ে থাকে। ছবির ট্রেলারে দেখানো গান অনেক সময়ই মূল ছবির অংশ হয় না, এটা এই ইন্ডাস্ট্রির প্রচলিত প্রথা।’ এর পাল্টা সুপ্রিম কোর্ট জানায়, প্রচলিত প্রথা মানেই যে বরাবর ঠিক কাজ করে আসছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। দর্শক যেহেতু সিনেমা হলের মালিকের কাছ থেকে ছবির টিকিট কেনেন, তাই প্রযোজনা সংস্থাকে সরাসরি সার্ভিস প্রোভাইডার বলা যায় কিনা, সেই প্রশ্নের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানা দেওয়ার রায় স্থগিত থাকবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ আয়কর ফাঁকির অভিযোগ নিয়ে মুখ খুললেন সোনু, টুইটারে দিলেন জবাবও

ঔরঙ্গাবাদের শিক্ষিকা আফরিন জানিয়েছেন, ‘ফ্যান’ ছবিটি থেকে ওই ‘জবরা ফ্যান’ গানটি বাদ পড়ে যাওয়ায় তাঁর সন্তানেরা এতটাই হতাশ হয়ে পড়েছিল, যে তাঁরা সারাদিন ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছিল না। যার কারণে পরদিন অসুস্থ হয়ে তাঁর দুই সন্তান। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে পরদিন ছেলেমেয়েদের নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছিল আফরিনকে। এরপরই ‘ফ্যান’ ছবির এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেন তিনি। সেই সময় এই হিন্দি ছবি ‘ফ্যান’এর বিষয়টি জনসমক্ষে তুলে ধরে ভুলটা দেখিয়ে দেবেন বলে মনস্থির করেছিলেন আফরিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here