মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
এবছর করোনা পরিস্থিতির জেরে সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মেই সম্পন্ন হল ইজেডসিসি এবং স্বরের সহযোগিতায় প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ‘সুর অউর সাজ’।
এটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় প্রভা খৈতান ফাউন্ডেশনের একটি উদ্যোগ। বিভিন্ন ভারতীয় শিল্প এবং সংস্কৃতি প্রদর্শনের জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে সমগ্র ভারত থেকে নামী শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন।
বিশ্বব্যাপী মহামারী এবং লকডাউনের কারণে এবছর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে একটি কথোপকথন সেশনে রূপান্তর করেছে প্রভা খৈতান ফাউন্ডেশন। এই ভার্চুয়াল সঙ্গীতানুষ্ঠান ‘সুর অউর সাজ’র প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট হিন্দুস্তানী ধ্রুপদী বংশীবাদক ও সংগীত পরিচালক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।
এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথোপকথনে ছিলেন ভারতের অন্যতম সেরা ধ্রুপদী সংগীতশিল্পী এবং ক্লাসিক্যাল স্টলওয়ার্টের অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তী উস্তক। এই অনুষ্ঠানটির সূচনা করেন বন্দনা সিং। সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী বলেন এই কথোপকথন কোনো ‘যুগলবন্দি’ নয়, তাঁর কাছে এটি ‘তালিম’।
আরও পড়ুনঃ ফিল্ম রিভিউঃ চরৈবেতি
এই ‘সুর অউর সাজ’এর অনুষ্ঠানে পন্ডিতজি তাঁর বাল্যকালের কথা বলেন। তিনি বলেন, বেনারসে জন্ম হলেও এলাহাবাদেই তাঁর বেড়ে ওঠা। মাত্র ৬ বছর বয়সেই মাতৃহারা হন তিনি। পন্ডিতজির বাবা তাঁকে পালোয়ান বানাতে চাইতেন। তাই খানিকটা পরিবারের চাপেই তাঁকে আখরায় যেতে হত এবং পরবর্তীকালে পালোয়ানেও দক্ষতা লাভ করেছিলেন তিনি। সেই সময় থেকেই বাবাকে না জানিয়ে বাঁশি বাজাতেন তিনি।
আরও পড়ুনঃ অক্টোবরের একুশে মুক্তি ‘এস ও এস কলকাতা’র
এরপর ম্যাট্রিক পাশ করার পরই বাবার ইচ্ছাতেই পন্ডিতজি চাকরি পাওয়ার জন্য শর্ট হ্যান্ড টাইপিংয়ের ট্রেনিং নিতে শুরু করেন তিনি। শেষমেশ এলাহাবাদের একটি কোম্পানিতে চাকরিও পান পন্ডিতজি। চাকরি করার পাশাপাশি বাঁশি বাজানোর চর্চাটাও চালিয়ে গিয়েছিলেন তিনি। বন্ধু তবলা বাজাতো তাঁর সঙ্গে বাঁশি বাজাতেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানেও যেতেন।
এরপরই তরুণ হরিপ্রসাদের সঙ্গে সাক্ষাৎ হয় গুরু ভোলানাথজির। তারপরই গুরুজির হাত ধরে বংশীবাদক হিসাবে হরিপ্রসাদ চৌরাসিয়া’র পথ চলা শুরু। ‘সুর অউর সাজ’ অনুষ্ঠানটিতে শুধুমাত্র পন্ডিতজিই নন সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তীও তাঁর বাল্যকাল এবং সঙ্গীত জীবনে প্রবেশের নানা কথা বলেন। সবমিলিয়ে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি ভারতীয় শিল্প এবং সংস্কৃতি প্রদর্শন ঘটায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584