বন্ধ স্কুল! খোলার দাবিতে হিরক রাজার দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুরাত আলী

0
104

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:

করোনার বাড়বাড়ন্তের কারণে সমস্ত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে রাজ্য সরকার। যদিও “পানশালা খোলা রেখে পাঠশালা বন্ধ” স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে একাধিক ছাত্র সংগঠন, শিক্ষক এবং অভিভাবকদের পক্ষে বিক্ষোভ দেখানো হয়।

Surat Ali
সুরাত আলি।

শিক্ষার আলোয় আলোকিত তরুণ সমাজের জন্য এবার স্কুল খোলার দাবিতে সরকারকে বার্তা দিতে নাটকের মাধ্যমে অভিনব উদ্যোগ করে ভাইরাল মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ার যুবক সুরাত আলি। হীরক রাজার দেশে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যুবক সুরাত আলি।

প্রসঙ্গত, সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র হীরক রাজার দেশে শুধু বাংলা নয় সমগ্র উপমহাদেশের চলচিত্রের মধ্যে পড়ে। গুপী বাইন বাঘা বাইন সিরিজের একটি চলচিত্র। চলচ্চিত্রে বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী। গুপি বাঘার এই অভিনয়টি আপাত দৃষ্টিতে হালকা হলেও মানব সমাজে চিরকাল ধরে চলে আসা অনাচার অবিচারের স্পষ্ট সমালোচনা করা হয়েছে। শিক্ষার আলোয় আলোকিত তরুণ সমাজের প্রতি সামজিক দায়বদ্ধতা নিয়ে নিজস্ব ভঙ্গিতে স্কুল খোলার জোড়ালো দাবি এই নাটক অভিনয়ে।

এ বিষয়ে কান্দির জীবন্তি চেতনা শিক্ষা নিকেতনের শিক্ষক প্রীতম মন্ডল বলেন ” সত্যি অসাধারণ! বাস্তব পেক্ষাপটে দাড়িয়ে, যে অভিনয় করেছে তা প্রশংসনীয়। স্কুল খোলার বিষয়ে সরকারের ভাবা উচিৎ।” সীতানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলি বলেন, “হীরক রাজার দরবারের সার্থক কাঁঠালি সুরাত আলি। সমাজ-বিবেকে বেত্রাঘাত। উদয়ণ পণ্ডিতের উত্তর সূরী। যেন শুনতে পাচ্ছি সেই বজ্রনির্ঘোষ–” দড়ি ধরে মারো টান -”

আরও পড়ুনঃ ওভারলোড লরি বন্ধ করবার দাবিতে বড়ঞার বিধায়কের কাছে দ্বারস্থ লরি মালিকরা

উল্লেখ্য করোনা, ওমিক্রনের আতঙ্কে অন্ধকারে স্কুলের ছাত্র ছাত্রীদের একটা বড় অংশ। পড়াশোনার পাশাপাশি হারিয়ে যাচ্ছে স্কুল জীবনের প্রতিটি মুহূর্ত! হারিয়ে যাচ্ছে বন্ধু বান্ধব, একাকীত্ব গ্রাস করে চলেছে পড়ুয়াদের। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে ছাত্র ছাত্রীরা। তাই এবার স্কুল খোলা নিয়ে সরকারকে বার্তা দিতে নাটক অভিনয়ের মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দু মুর্শিদাবাদের সাগরপাড়ার যুবক সুরাত আলি। স্কুল জীবন থেকেই নাটক এবং কবিতা লেখা তার নেশা। বাস্তব এবং সামাজিক অবক্ষয় তার লেখনীতে ফুটে ওঠে। নাটক লিখে তিনি নিজেই অভিনয় করে সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নিজস্ব নাটকীয় ভঙ্গিমায় হিরক রাজার দেশে স্কুল খোলার দাবিতে অভিনয় করে ভাইরাল।

এ বিষয়ে সুরাত অকপটে বলেন, “শুধু মনোরঞ্জনের জন্য নয়, শিক্ষণীয় ভিডিও করার চেষ্টা করি। এর মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া চেষ্টা করি। সাংবাদিক মহলকে ধন্যবাদ দিয়ে জানাতে চাই সরকারের কাছে বার্তা যাক যাতে করে পরিকল্পনা মাফিক স্কুল খোলা যায়।”

আরও পড়ুনঃ জমা পড়েনি সিটের রিপোর্ট, নাগাল্যান্ড সরকারকে ১০ দিনের সময়সীমা দিল উপজাতি সংগঠনগুলি

সুরাতের ভাইরাল শিক্ষনীয় ভিডিও সম্পর্কে বহরমপুর আদালতের আইনজীবী আসাদুল্লা আল গালিব বলেন, “মহামারী পরিস্থিতিতে সব কিছুই যদি খোলা সম্ভব হয়ে থাকে, তাহলে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে কেন তালা? এ এক শিক্ষা বিরোধী চক্রান্ত বললেও ভুল হবেনা ৷ শিক্ষক সমাজকে এবং দেশের সরকারকে এই বিষয়ে আরো সদা সর্বদা দায়িত্বশীল হতে হবে ৷ কোনো ভাবেই যেন শিশুদের হাতে খঁড়ি বন্ধ হয়ে না যায়। আর উচ্চ ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য সমাজিক সুরক্ষা বিধি মেনে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যেতেই পারে। এই ভিডিওতে সেই সুন্দর এবং চমৎকার বার্তা দিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here