ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রধানমন্ত্রীর লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণার পরই দেশের বাণিজ্য নগরী মুম্বাই ও গুজরাটের সুরাটে পথে নামল হাজার হাজার শ্রমিক। লকডাউনে তারা অসহায়, খাদ্যের অভাব- তাই তারা বাড়ি ফিরতে চায়।
Hundreds of migrant workers gather in Varachha's Mohan nagar area, demanding they be sent to native places amid #lockdown. #Surat #Gujarat pic.twitter.com/xKoh9a4iGS
— tv9gujarati (@tv9gujarati) April 14, 2020
জানা গেছে গুজরাটের সুরাটের ভারাচ্চা এলাকায়় পথে নামে শ্রমিকরা। মূলত তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ওড়িশা থেকে আসা বস্ত্র কারখানার শ্রমিক।গুজরাটের সুরাটে প্রায় ১২ লক্ষ শ্রমিক বিভিন্ন বস্ত্র কারখানায় কাজ করে।
আরও পড়ুন:সুরাটে আবার তান্ডব আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের
সুরাটের ডেপুটি কমিশনার অফ পুলিশ সংবাদ সংস্থাকে জানান,” পরিযায়ী শ্রমিকরা তাদের নিজ নিজ রাজ্যে ফিরে যেতে চায়। আমরা তাদেরকে বোঝালাম যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, তাই গাড়ি করে যাওয়া সম্ভব নয়। তাদের অভিযোগ যে তাঁরা খাবার পাচ্ছে না।”
This is #Surat.. migrants assembled to go back to their natives !!
Did Amit Shah also called Gujarat CM Vijay Rupani to say "such activities weaken fight against corona" ?? Reports @bhatia_niraj23 pic.twitter.com/5gtR47X1MH— ANII (@ani_digtal) April 14, 2020
অন্যদিকে আজ মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনের কাছে কয়েক হাজার শ্রমিককে বাগে আনতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শুরু হয় রাজনৈতিক তরজা- রাজ্য কেন্দ্রের একে অপরকে দোষারোপ।(ফিচার ছবি সৌজন্যে: টাইমস অফ ইন্ডিয়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584