শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকার রাজ্যের গরীব মানুষের সুবিধার্থে রাজ্যের রেশনিং ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। এবার সাধারণ মানুষ যাতে তার ন্যায্য রেশন পায় তা খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মলের নির্দেশে বালুরঘাট পৌরসভা এলাকার বিভিন্ন রেশন দোকানে নজরদারি চালাতে অভিযান চালালেন বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জি।
তিনি আজ মহকুমা দফতরের আধিকারিক ও খাদ্য দফতরের পরিদর্শককে সঙ্গে নিয়ে বালুরঘাটের বিভিন্ন রেশন দোকানে নজরদারি চালান। সেখানে গিয়ে তিনি উপভোক্তাদের সাথে কথা বলার পাশাপাশি মেশিনের মাধ্যমে গ্রাহকদের জন্য সঠিক ভাবে শ্লিপ কাটা হচ্ছে কিনা, রেশন জিনিস সঠিক জায়গায় রাখা আছে কিনা এবং দ্রব্যের গুণগত মান পরীক্ষা করে দেখেন।
পাশাপাশি মহকুমা শাসক আজ যে সব মাংসের দোকানি সরকারি নির্দেশ অমান্য করে এখন খোলা আকাশের নীচে মাংস কাটছে সেই সব দোকানেও অভিযান চালান এবং সেই সব দোকানদারদের ভর্তসনা করেন। আগামী দিনে এই সব মাংসের দোকানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হবে বলে জানা গেছে। সাধারণ মানুষের স্বার্থে বালুরঘাটের মহকুমা শাসক তথা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584