নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
গুলি কাণ্ডে আহতদের বাড়িতে গিয়ে দেখা করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে সঙ্গে নিয়ে আহতদের বাড়ি কাঁটাবন গ্রামে যান তিনি।
আহতদের সঙ্গে আলাদাভাবে কথা বলার পাশাপাশি চিকিৎসা পরিষেবা সম্পর্কে খোঁজ নেন তিনি।এছাড়াও দলের জেলা কমিটির পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন সূর্যকান্ত মিশ্র।
প্রসঙ্গত,গত ২২ জুন,শনিবার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচী সেরে ফেরার পর স্থানীয় কাঁকরডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অষ্টম শ্রেণীর এক ছাত্র সহ তিন জন।
ঐদিন রাতেই বছর তেরোর সৌমেন বাউরী, তাপস বাউরী ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
নিজস্ব চিত্র
এই ঘটনার পর বিজেপি তাদের সমর্থকদের পুলিশের গুলি চালনার অভিযোগ তোলে।একজন চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি এই এলাকায় এসে আহতদের পরিবারের সাথেও কথা বলেন বাম নেতা ডাঃ সূর্যকান্ত মিশ্র।
আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পথে সিপিএম রাজ্য সম্পাদক সূর্রকান্ত মিশ্র সাংবাদিকদের বলেন,তিন জন আহতদের মধ্যে দু’জনের সাথে দেখা হলো।
এক জন হাসপাতালে এখনো ভর্তি আছেন।গুলি চালনা কাণ্ডে পুলিশী তদন্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঐ বিষয়টা পুলিশই ভালো বলতে পারবে।আহতদের দেখা করে বেরিয়ে আসার পর এলাকায় দলের একটি মিছিল ও পথ সভায় অংশ নেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584