ডুমুরগেড়িয়ায় নাম না করে শুভেন্দুকে কটাক্ষ সুশান্ত ঘোষের

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন ডুমুরগেড়িয়া এলাকায় দলের শহীদ তিন কর্মীর স্মরণে এক স্মরণ সভায় যোগদান করেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

Sushant Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

দলের শহীদ তিন কর্মীর স্মরণ সভায় যোগদান করে সুশান্ত ঘোষ তাঁর ভাষণে শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে উদ্দেশ্য করে বলেন, “এক ঝান্ডা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, এখন তিনি বলছেন সিপিএম অনেক ভালো! নিজের চুরি, দুর্নীতি, অপকর্ম ঢাকতে উনি ঝান্ডা বদল করেছেন। মানুষ ওকে কোন দিন ক্ষমা করবে না। মানুষ ওর সম্পর্কে ভালোভাবেই জানে। তাই ওর কাছে সিপিএম ভালো কি খারাপ সার্টিফিকেটের প্রয়োজন নেই।”

Sushant Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করেন। উল্লেখ করা যায়, গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জয়ন্তীপুরে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারীর গলায় সিপিআইএমের সুনাম করতে শোনা গিয়েছিল, ওই সভা থেকে তিনি বলেন, ‘আমি কয়েকজন সিপিএম নেতা কেউ শ্রদ্ধা করি।’

Martyrs recalling | newsfront.co
নিজস্ব চিত্র

সেই প্রসঙ্গে এদিন এই মন্তব্য করেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে তারা বাংলা চালাবে! যারা দেশ চালাতে পারেনি তারা কি করে বাংলা চালাবে। ৬ বছর গোটা দেশ টাকে প্রধানমন্ত্রী সর্বনাশ করে দিয়েছে। বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলোকে। ওরা গোটা দেশ কে বিক্রি করে দেবে।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

ক্ষমতায় আসার সময় বলেছিল প্রতিটি মানুষের অ্যাাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে, প্রতি বছর দুকোটি বেকারের চাকরি হবে। একটা মানুষকে চাকরি দিতে পারেনি, কোন মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা দেশটাকে সর্বনাশ করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তাই দেশের মানুষ বিজেপির আসল চেহারা এখন বুঝতে পারছেন।”

আরও পড়ুনঃ বিজেপি ভাষা সন্ত্রাসের আমদানিকারক, কটাক্ষ পার্থর

তিনি তার ভাষণে বলেন তৃণমূল খারাপ সকলেই জানে, কিন্তু তৃণমূলের চেয়ে হাজার হাজার গুণ খারাপ বিজেপি। বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। তিনি দলীয় কর্মীদের বলেন ভয় পাবেন না আমি পাশে রয়েছি।

আরও পড়ুনঃ জঙ্গলমহল উৎসব থমকে গেল সাংসদের উপস্থিতিতে, অভিযোগ

উল্লেখ করা যায় যে ২০০০ সালে সিপিএম কর্মী হারু চক্রবর্তী, পতিত মাহাতো,শ্রাবণ মাহাতোকে মেলা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। সেইদিন থেকে থেকেই প্রতিবছর ৬ ই মাঘ ডুমুরগেড়িয়া গ্রামে সিপিআইএম দলের পক্ষ থেকে ওই তিন দলীয় কর্মীর স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।

এদিন তিনি তাদের শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান। ওই সভায় সুশান্ত ঘোষ সহ বক্তব্য রাখেন সিপিআইএম নেতা অরবিন্দ ব্যানার্জি,সনত চক্রবর্তী, করুণা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here