নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী থানার জলঙ্গী-টু করিমপুর রাজ্য সড়কে শনিবার সকালে মর্নিং ওয়াক করার সময়ে শিক্ষক অসীম হালদার নামে এক ব্যক্তিকে পাচারকারী সন্দেহে বিএসএফের কর্মীরা মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে জলঙ্গী-টু করিমপুর রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ স্বর্ণব্যবসায়ীকে মারধোর করে ছিনতাই আঁগুয়াতে
এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় অবস্থান বিক্ষোভ সামলাতে জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল ও জলঙ্গী থানার পুলিশ দুই পক্ষের মিটিং এর মধ্য দিয়ে পরিস্থিতির মোকাবিলা করেন। এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বাসও দেন বিএসএফ আধিকারিক।
তবে পরিবারের দাবি, বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হোক বিনা কারণে শিক্ষককে বেধড়ক মারের প্রতিবাদে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584