নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
চোর অপবাদে গণপ্রহারের অভিযোগ উঠল এক ব্যক্তির নামে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কদমডিহা গ্রামে।
আহত ব্যক্তির নাম লালচাঁদ চৈরা। অভিযোগ কয়েক মাস আগে মদ্যপ অবস্থায় গ্রামেরই এক বাড়িতে উঁকি মারে লালচাঁদ। এরপর এই অভিযোগ তার নামে বেশ কয়েকবার উঠলে সালিশি সভার মাধ্যমে তার থেকে দেড় লাখ টাকা দাবি করে গ্রামবাসীরা।
গতকালও তারই পুনরাবৃত্তি ঘটেছিল। গ্রামের মোড়লরা বৈঠক ডেকেছিল। লালচাঁদকেও ডাকা হয় সেই বৈঠকে। কিন্তু সে সেখানে উপস্থিত না থাকায়, রাতে বেশ কিছু যুবক তার বাড়িতে চড়াও হয়। লালচাঁদ সে সময় পরিবারের সাথে বাড়িতে ঘুমাচ্ছিল।
দু-একবার ডাকার পর না সাড়া পাওয়ায় গ্রামবাসীরা ফিরে যায়। কিন্তু তারপরে পুনরায় ফিরে এসে চড়াও হয় তার উপর। দরজা ভেঙে লালচাঁদকে বাইরে বের করে দড়ি দিয়ে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয় তাকে।
আরও পড়ুনঃ ধর্ষণে অভিযুক্ত কান্ডা’ই কি এখন ‘বেটি বাঁচাও’ স্লোগান দেওয়া বিজেপির ত্রাতা-উঠছে প্রশ্ন
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ। আহত লালচাঁদকে উদ্ধার করে গোয়ালতোড় কেওয়াকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও এই ঘটনায় গোয়ালতোড় থানায় লালচাঁদ চৈরার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই গোয়ালতোড় থানার পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে। বর্তমানে আহত লালচাঁদ চৈরা কেওয়াকুল হাসপাতালে চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584