ঘুষ দিতে না চাওয়া রেশন ডিলারের সাসপেনশন ঘিরে বিক্ষোভ

0
85

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

গত শনিবার ১৫ই সেপ্টেম্বর রেশন ডিলারের কাছে খাতা পত্র দেখতে এসে পঞ্চাশ হাজার টাকা দাবী করেছিল জাম্বনী ব্লকের ফুড ইন্সপেক্টার প্রবোধ চন্দ্র গড়াই। রেশন ডিলার পঙ্কজ সিং দাবী করা টাকা দিতে নারাজ হওয়ার গত সোমবার বিকালে মহকুমা খাদ্য দপ্তরের নিয়ামক মহম্মদ শাহদাব খান জেলা দফতরে ডেকে পাঠান। রেশন ডিলার বলেন মঙ্গলবার সকালেই খাতাপত্র নিয়ে অফিসে যাবেন।কথামত মঙ্গলবার দোকানের খাতাপত্র নিয়ে জেলা খাদ্য দফতরে হাজির হয় রেশন দোকানের মালিক পঙ্কজ সিং। পঙ্কজ বাবু বলেন জেলা অফিসে আমার রেশন দোকানের সমস্ত কাগজ পত্র নিয়ে একটি সাদা কাগজে লিখিয়ে ছেড়ে দেওয়া হয়।সঙ্গে সঙ্গে অফিসের ক্লার্কের কাছে যেতেই উনি বলেন আপনাকে সাসপেন্ড করা হয়েছে।

এলাকাবাসীর বিক্ষোভ। নিজস্ব চিত্র

কুলডিহা গ্রামের রেশন ডিলার নরেন মাহাতোকে মাল দেওয়ার জন্য ট্যাগ করা হয়েছে, বৃহস্পতিবার সকালে কুলডিহা গ্রামের রেশন ডিলার নরেন মাহাত গাড়ি নিয়ে কেন্দসার গ্রামে পঙ্কজ সিংহের রেশন দোকানে মাল নিতে এলে গ্রামবাসীরা নরেনকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।গ্রামবাসীরা বলতে থাকে যে আমাদের রেশন ডিলার কোন সময় অসুবিধা করেনা এবং যথা সময়ে সঠিক পরিমান রেশনে মাল দেয় তাহলে কেন সাসপেন্ড করা হল। আমরা কেন সাত কিলোমিটার দূরে গিয়ে মাল নেব।আমাদের মাল এখানেই দিতে হবে,রেশন ডিলারের এরকম হেনস্থার জন্য দোষী অফিসারের শাস্তি দিতে হবে।পরিস্থিতির খবর পেতেই জাম্বনীর বিডিও সৈকত দে জাম্বনীর ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর প্রবোধ চন্দ্র গড়াই (যার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ )ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকেও গ্রামবাসীরা মারমুখী হয়ে প্রায় তিনঘন্টা ঘেরাও করে রাখে।পরে জাম্বনী থানার পুলিশ গিয়ে আধিকারিকদের ঘেরাও মুক্ত করে আনে।বি়ডিও বলেন আপনাদের এইখান থেকে রেশনদ্রব্যাদি দেওয়া হবে।রেশন ডিলারকে ঘুষ চাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের ফোনে জানতে পারে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ঐ ফোনের মাধ্যমে রেশন ডিলারের সাথে সরাসরি কথা বলেন এবং রেশন ডিলারকে আস্বস্থ করে বলেন যে কাওকে কোন টাকা দেবেন না,আমার ফোন নাম্বার নিয়ে রাখুন কোন সমস্যা হলে আমাকে ফোন করবেন।

আরও পড়ুনঃ শালবনিতে বিজেপির মিছল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here